মহানগর ডেস্ক: জাপানের (Japan Invented Shirt With Fan) মতো ছোট্ট দেশের পরিচয় হল সে দেশ প্রতিদিনই কিছু কিছু আবিষ্কার করে থাকে। এই মুহূর্তে সেদেশে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে গরম রুখতে সেদেশের এক সরকারি কর্মী ফ্যান লাগানো শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। রবিবার জনপ্রিয় টুইটার ইউজার রেন মেকার ১৯৭৩ ভিডিওটি শেয়ার করেছেন। টুইটে জানানো হয়েছে জাপানে কাঠফাটা গরম ঠেকাতে কাজের পোশাকের দ্রুত চল শুরু হয়েছে। জামার ভেতর লাগানো পাখা চোখেপ নিমেষে গরম হাওয়া শুষে নেয়। আর তাতে ঘাম শুকিয়ে গরম ভাব বের করে শরীর ঠান্ডা করে। টুইটটি এখনও পর্যন্ত ৩৫ হাজার লাইক পেয়েছে। টুইট সম্পর্কে এক ইউজার লিখেছেন মে মাসে তিনি যখন অস্ত্রোপচার করেছিলেন,তার আগে একইরকম জ্যাকেট দেওয়া হয়েছিল। জ্যাকেটে হাওয়া বেরোত এবং শরীর ঠান্ডা করে রেখেছিল। দারুণ ছিল ব্যাপারটা। আরেক ইউজার লিখেছেন তিনি সবসময়ই অবাক হন কেন প্রতি বছর ভারতে এমন জামা লক্ষ লক্ষ বিক্রি হয় না। যে প্রযুক্তিতে এই ব্যবস্থা করা হয়েছে, তা খুবই সস্তা। এই জামা পরে মানুষ ঘণ্টার পর ঘণ্টা বাইরে কাটাতে পারে।
আরেক ইউজার অবশ্য একটু অন্যভাবে তাঁর মত জানিয়েছেন, তিনি অনুমান করছেন এটা হল সেরকমই একটা ব্যাপার যা মানুষ জলবায়ু সঙ্কটের বিরুদ্ধে লড়াই করার অস্ত্র হাতে তুলে দিয়েছে। ব্যাপক উৎপাদনে কোপ না মেরে বা ফসিল জ্বালানি ব্যবহার বন্ধ করে এই এসি লাগানো জামা বিক্রি করাই যেতে পারে। জাপান সরকারের জনসংযোগ বিভাগের একটি ব্লগে জানানো হয়েছে এই পাখা লাগানো জামা তৈরি করেছেন সোনির এক প্রাক্তন ইঞ্জিনিয়ার। তিনি এখন তাঁর নতুন সংস্থা কুচোফুকু কো লিমিটেড চালাচ্ছেন। ২০১৭ সালে সংস্থাটি মিনিস্টার অব দি এনভায়রনমেন্টস কমেনডেশন ফর গ্লোবাল ওয়ার্নিং প্রিভেনশন অ্যাকটিভিটি অ্যাওয়ার্ড পেয়েছিল।