HomeWorldবিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ভারত! জাতিসংঘের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ভারত! জাতিসংঘের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: গোটা বিশ্বে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের অর্ধেকই ভারতে। সম্প্রতি জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে চরম দারিদ্রতায় বসবাসকারী মানুষের সংখ্যা 110 কোটিরও বেশি। আর তাদের মধ্যে অর্ধেক মানুষই ভারতের বাসিন্দা। যা প্রকাশ্যে আসতেই এক প্রকার উন্মুক্ত হয়ে গিয়েছে দেশের দরিদ্র মানুষের জীবন যাপন।

চরম দারিদ্রতায় ভুগছে ভারত 

বৃহস্পতিবার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংস্থা সূত্রে খবর, বিশ্বের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে দারিদ্রতা ক্রমশ বেড়েই চলেছে। আর এইসব দেশগুলির মধ্যে ভারতের স্থান প্রথম দিকে। প্রায় 140 কোটিরও বেশি জনগণের ভারতে 23 কোটি 40 লক্ষেরও বেশি মানুষ দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটায়। চরম দারিদ্রতার নিরিখে ভারতের পরেই নাম রয়েছে পাকিস্তানের। মূলত এই দুই দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস। এছাড়াও রয়েছে আরও 3 দেশ, ইথিওপিয়া, নাইজেরিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

গবেষণায় উঠে এল নয়া তথ্য

ইউএনডিপির তরফে নেওয়া উদ্যোগে গোটা বিশ্বের 112টি দেশের প্রায় 630 কোটি জনগণের ওপর এক বিশেষ গবেষণা চালানো হয়। দীর্ঘ সময়ের এই গবেষণার ফলাফল মোটেও সন্তোষজনক হয়নি। জানা যায়, দেশগুলির প্রায় 59 কোটি মানুষ চরম দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। অন্যদিকে 45 কোটি 50 লক্ষের কাছাকাছি মানুষ প্রতিদিন যুদ্ধ ও সংঘর্ষের মধ্যে দিয়ে নিজেদের জীবন নির্বাহ করেন। 

যাদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। এছাড়াও গবেষণা থেকে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে শিশুদের মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি। তবে দারিদ্রতার ক্ষেত্রে ইউএনডিপি ও ওপিএইচআই সংস্থার যৌথ গবেষণায় মূলত বাসস্থান, খাদ্য, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিল ও অপুষ্টির মতো বিভিন্ন বিষয়গুলিকে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: ইংল্যান্ড অতীত! টেস্ট ইতিহাসে ছয়ের বন্যা ভারতের, এক বছরেই নয়া রেকর্ড

Most Popular