মহানগর ডেস্ক: আগের প্রতিবেদনে জানানো হয়েছে 2024 সালে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল 10 দেশ সম্পর্কে। তবে আজকের প্রতিবেদন তার ঠিক বিপরীত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ সংস্থাটি তাদের ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোটা পৃথিবীতে সবচেয়ে কম জনসংখ্যার বিচারে প্রথম দশে স্থান পেয়েছে কিছু চেনা অচেনা দেশ ও অঞ্চল। রইল সেই তথ্য।
সবচেয়ে কম জনসংখ্যার অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে এই 10 স্থান—
ভ্যাটিকান সিটি
ইতালির রাজধানী রোমের একটি অন্যতম নগর রাষ্ট্র ভ্যাটিকান সিটি। যা নিজের সবচেয়ে কম জনসংখ্যার জন্য পৃথিবীর স্বল্প জনসংখ্যার এলাকাগুলির তালিকায় প্রথমে রয়েছে। জানলে অবাক হবেন, ভ্যাটিকান সিটিতে মাত্র 496 জন বসবাস করেন।
নিউ
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র হল নিউ। মহাসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত এই দ্বীপের বর্তমান জনসংখ্যা 1,819 জন। যা এই তালিকায় 2 নম্বরে স্থান পেয়েছে।
টোকেলাউ
উত্তর-উত্তর-পূর্ব দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউজিল্যান্ডের একটি অঞ্চল টোকেলাউ। এই অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র 2,506। যা বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার অঞ্চল গুলির তালিকায় তৃতীয় স্থান পেয়েছে।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
তালিকায় 4 নম্বরে নাম রয়েছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্যাটাগনিয়ান শেলফে অবস্থিত এই দ্বীপপুঞ্জের। যার বর্তমান জনসংখ্যা 3,470 জন।
মন্টসের্রাট
মাত্র 4,389 জন মানুষ নিয়ে এই ক্যারিবীয় মন্টসের্রাট এলাকাটি বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার এলাকাগুলির তালিকা পঞ্চম স্থান অধিকার করেছে।
প্রসঙ্গত, ওপরে উল্লেখিত এলাকাগুলি ছাড়াও বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার স্থানগুলির তালিকায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থান অধিকার করে রয়েছে টুভালু, সেন্ট বার্থেলেমি, ওয়ালিস ও ফুটুনা এবং নাউরু। এই জায়গাগুলির প্রত্যেকটির জনসংখ্যা 12 হাজারেরও কম।