বিক্রম ব্যানার্জী: বিগত কয়েক বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত বেড়েই চলেছে। সময় যত এগোচ্ছে দেশটির জনগণের মনে ভয় ধরাচ্ছে শক্তিধর রাশিয়া। তবে সম্প্রতি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ইউক্রেনে অপারমানবিক প্রতিরোধী বাহিনী মোতায়নের কথা জানিয়ে ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। এহেন আবহে সংঘাতের পরিস্থিতির আভাস দিয়ে হুংকার ছেড়েছে রাশিয়া।
বিপর্যয়ের হুঁশিয়ারি রাশিয়ার
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেনে সেনা মোতায়নের আশ্বাস দিলে বুধবার মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সতর্কবার্তায় জানান, “ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর চেষ্টা করছেন, তিনি পশ্চিমের একমাত্র প্রতিনিধি নন। এমন ঘটনা বাস্তবে পরিণত হলে কী ঘটতে পারে তা প্রায় সকলেরই জানা। তা সত্ত্বেও মনে করিয়ে দি, ইউক্রেনে বিদেশি সেনা ঢুকলে বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে সরাসরি সংঘর্ষে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক বিবৃতিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনে হামলার ক্ষেত্রে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। শনিবার ফ্রান্স ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর গলাতেও একই সুর শোনা যায়। এদিন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী জানায়, ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সাথে হাত মিলিয়ে সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এরপরই রাশিয়ার বিরোধিতা করে ইউক্রেনে সেনা মোতায়েনের কথা ঘোষণা করে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রক।
আরও পড়ুন: ছেলের আত্মহত্যার কারণ AI চালিত চ্যাটবট, মায়ের দায়ের করা মামলায় নাম রয়েছে গুগলেরও