HomeCrimeBizarre Incident:লুঠ করতে এসে কিছু না পেয়ে দম্পতির সঙ্গে কি করল দুই...

Bizarre Incident:লুঠ করতে এসে কিছু না পেয়ে দম্পতির সঙ্গে কি করল দুই “দয়ালু” ডাকাত ?

- Advertisement -

মহানগর ডেস্ক: দয়াবান ডাকাত (Bizarre Incident)! চারদিকে যখন অহরহ ঘটছে নানা হৃদয়হীন ঘটনা, সেখানে এমন ঘটনা সত্যিই সবাইকে অবাক করে দিতে বাধ্য। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী দিল্লিতে (Delhi)। পূর্ব দিল্লির শাহাদ্রার ফরস বাজারে সিসিটিভির ফুটেজে দেখা যায় রাস্তায় হাঁটতে থাকা এক দম্পতির (The Robbers Tried To Rob) রাস্তা আটকেছে দুজন হেলমেট পরা যুবক। তাদের কাছে যা আছে, তা নেওয়ার জন্য তাদের অর্থাৎ দম্পতিকে দাঁড় করানো হয়েছে।

কয়েক মিনিটের ভিডিও ক্লিপে দেখা যায় দম্পতির কাছে টাকা চাইছে ওই দুজন ডাকাত। একজন স্বামীকে ঠেলতে ঠেলতে একধারে নিয়ে যাচ্ছে। কিন্তু তাদের ব্যাগ হাতড়ে সেরকম কিছু না পাওয়ায় ডাকাতদের একজনকে দম্পতির হাতে একশো টাকার নোট দিতে দেখা যায়।

পরে পুলিশকে ওই দম্পতি জানিয়েছে ডাকাতরা তাদের কাছে ডাকাতি করার মতো কিছু না পেয়ে পকেট থেকে একশো টাকার নোট বের করে তাদের হাতে দেয়। তারপর বাইক চালিয়ে চলে যায়। দম্পতির কাছ থেকে খবর পেয়ে গোটা এলাকার প্রায় দুশোটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দুই ডাকাতকে ধরে ফেলে পুলিশ।

তাদের কাছ থেকে তিরিশটি মোবাইল ফোন পাওয়া যায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম দেব ভার্মা এবং হর্ষ রাজপুত। ভার্মা একটি বেসরকারি জিএসটি ফার্মে কাজ করে এবং হর্ষ নামে অন্যজন চাকরি করে একটি বেসরকারি অফিসে। ধৃত দুজন পুলিশকে জানায় তারা ইউটিউবে গ্যাংস্টার বাওয়ানার ভিডিও দেখে তাতে প্রভাবিত হয়ে তার গ্যাংয়ে নাম লেখানোর কথা ভেবেছিল।

Most Popular