মহানগর ডেস্ক: মর্মান্তিক! স্ত্রীকে ভাত রান্না করে রাখতে বলেছিল স্বামী। কিন্তু স্ত্রী ভাত করে রাখেনি (Wife Did not Cook Rice)। বাড়ি ফিরে স্বামী দেখে স্ত্রী ভাত রান্না করেনি। তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠে স্বামী। রাগের মাথায় খুন করে বসে স্ত্রীকে (Husband Killed Wife For Not Cooking Rice)। কিছুদিন আগে ঘটনাটি ঘটে ওড়িশার সম্বলপুর জেলার জামানকিরা থানা এলাকার নৌদি গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম সনাতন ধারুয়া। নিহত স্ত্রীর নাম পঁয়ত্রিশ বছরের পুষ্পা ধারুয়া। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে কাছাকাছি একটি জায়গায় পরিচারিকার কাজ করে। ছেলে বন্ধুর বা়ড়িতে রাতে ঘুমোতে গিয়েছিল।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত সনাতন বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রী ভাত রান্না করেনি। সে শুধু তরকারি রান্না করেছে। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। স্ত্রীকে ভারী ডান্ডা নিয়ে আক্রমণ করে সনাতন। ডান্ডার মারে পুষ্পার মৃত্যু হয়। ছেলে বাড়ি ফিরে এসে মাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপরই পুলিশকে খবর দেয় সে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং সনাতনকে গ্রেফতার করে। সোমবার নিহত মহিলার অটোপ্সি করা হয়। সনাতনকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।