HomeCrimeস্ত্রী ও ৩ নাবালক সন্তানকে শ্বাসরোধ করে খুন, নেপথ্যে এই কারণ...

স্ত্রী ও ৩ নাবালক সন্তানকে শ্বাসরোধ করে খুন, নেপথ্যে এই কারণ…

- Advertisement -

মহানগর ডেস্ক:  বছরের শুরুতেই চঞ্চল্যকর ঘটনা। যখন গোটা বিশ্বের মানুষ নতুন বছর উদযাপনে মেতেছে ঠিক সেই সময়েই  অন্ধকার নেমে এসেছে এক পরিবারে। ৩৪ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রী এবং তিন নাবালক সন্তানকে খুন করেছে। স্ত্রীর  বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে খুন করেছেন ঐ ব্যক্তি।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলা  ঘটনাটি সোমবার গভীর রাতে মাস্তুরি থানার সীমানার অন্তর্গত হিরি গ্রামে ঘটেছিল যার । উমেন্দ্র কেওয়াত নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিং । প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে কেওয়াত তার স্ত্রীর সঙ্গে অন্য কারও সম্পর্ক ছিল এমন সন্দেহে তার স্ত্রী,  ৪ এবং  ৫  বছর বয়সী দুই মেয়ে এবং  ২ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছে।

খুনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দায়ের করা হয়েছে মামলা।  ঘটনার আরও তদন্ত চলছে বলে জানান তিনি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Most Popular