HomeCrimeUP Police Mishandled Woman: মেয়ের অপহরণের মামলা তুলে নিতে মাকে হেনস্থা, চড়...

UP Police Mishandled Woman: মেয়ের অপহরণের মামলা তুলে নিতে মাকে হেনস্থা, চড় মারার দায়ে সরানো হল পুলিশ অফিসারকে

- Advertisement -

মহানগর ডেস্ক: অভিযোগের কাঠগড়ায় যোগীরাজ্যের পুলিশ। সহপাঠিনীকে অপহরণ ও হেনস্থার অভিযোগ তুলে নিতে তার মাকে চড় মারার প্রতিবাদে এক বেসরকারি স্কুলের পড়ুয়ারা প্রতিবাদে শামিল হল (UP Police Mishandled Woman)। এই ঘটনায় জেলা প্রশাসন অভিযুক্ত এক সার্কেল অফিসার, মিলাক থানার স্টেশন হাউস অফিসার এবং দুজন কনস্টেবলকে সরিয়ে দিয়েছে।

অভিযুক্ত আউটপোস্টের ইনচার্জকেও সাসপেন্ড করা হয়েছে। পড়ুয়াদের বিক্ষোভ-প্রতিবাদে থানার সামনে ব্যাপক যানজট হয়। বারো বছরের ছাত্রীর মা অভিযোগ করেন মঙ্গলবার আউটপোস্ট ইনচার্জ-সহ কয়েকজন পুলিশ তাঁর বাড়িতে এসে তাঁর ও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করে। বালিকার মা জানান একজন পুলিশ তাঁকে দু থেকে তিনবার চড় মারে। তাঁর পোশাক ছিড়ে যায়। তাঁর অভিযোগ তাঁদের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

মঙ্গলবার এক কিশোর জোর করে তাঁর মেয়েকে তুলে নেওয়ায় দুই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে বিশদ তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত করবেন অতিরিক্ত জেলাশাসক এবং তদন্তে যদি দেখা যায় মহিলাকে হেনস্থা করা হয়েছে, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।  

 

 

Most Popular