HomeCrimeহাওড়ার সাঁকরাইলে হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র, গ্রেফতার ১১  

হাওড়ার সাঁকরাইলে হোটেল ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র, গ্রেফতার ১১  

- Advertisement -
মহানগর ডেস্ক: হোটেল ব্যবসার আড়ালে মধুচক্রের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। গ্রেফতারও করা হয়েছে চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তবে তা সত্বেও এই চক্র চলছিল রমরমিয়ে। হাওড়ার সাঁকরাইলের R.A.I হোটেলে যাত্রীবাসের আড়ালে চলছিল অবৈধ দেহ ব্যবসা।  খবর পেয়েই হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ১১ জনকে।
 জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই হাওড়ার সাঁকরাইলের R.A.I হোটেলে যাত্রীবাসের আড়ালে চলছিল অবৈধ দেহ ব্যবসা। গোপন সূত্রে  খবর পেয়ে হাওড়া_সিটি_পুলিশের সাঁকরাইল থানার পুলিশ, অভিযান চালিয়ে উক্ত হোটেল থেকে দুজন নাবালিকা মেয়ে সহ চারজন প্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে। নাবালিকা মেয়েগুলিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে এবং ওই চার প্রাপ্তবয়স্ক মেয়েকে নিরাপদ আশ্রয় পাঠানো হয়েছে।
এই মধুচক্র চালানোর জন্য পুলিশ উক্ত হোটেলের মালিক সব্যসাচী ঘোষ সহ আরো ১০ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Most Popular