HomeCrimeYoung Woman Burnt Alive: অন্তঃসত্ত্বা তরুণীকে জঙ্গলে নিয়ে আগুন ধরিয়ে দিল মা...

Young Woman Burnt Alive: অন্তঃসত্ত্বা তরুণীকে জঙ্গলে নিয়ে আগুন ধরিয়ে দিল মা এবং ভাই!

- Advertisement -

মহানগর ডেস্ক: অন্তঃসত্ত্বা তরুণীকে জঙ্গলে জোর করে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিল মা আর ভাই (Young Woman Burnt Alive)। অগ্নিদগ্ধ তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। পুলিশ জানিয়েছে তরুণীটির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পরই ভয়ঙ্কর রেগে যায় তরুণীর পরিবার। সন্তানের বাবা কে, জানতে চাইলেও কিছু না জানানোয় পরিবারের লোকেরা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে গিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় মা ও ভাই। আগুন লাগানোর পর তা কয়েকজন কৃষক দেখতে পান। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে নিয়ে তাঁরা হাসপাতালে নিয়ে যান তাঁরা।

অভিযুক্ত মা ও ভাইকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মিরাট হাসপাতালে ভর্তি রয়েছে তরুণীটি। অন্যদিকে চোদ্দ বছরের এক দলিত কিশোরীকে তার কাকা সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের ঘটনা ঘটেছে ধামপুর থানা এলাকায়। বুধবার ঘটনাটি ঘটে। তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীর মা থানায় অভিযোগ জানায় মেয়ের কাকা অমরজিত মেয়েকে জানায় যদি সে তার সঙ্গে যায়,তাহলে তাকে টাকা দেবে। টাকার লোভ দেখিয়ে মেয়েকে সে সঙ্গে নিয়ে যায়। তারপর অমরজিত সহ তিনজন তাকে ধর্ষণ করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পকসো আইনেও তাদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। নির্যাতিতা অষ্টম শ্রেণির ছাত্রী।

 

Most Popular