HomeEntertainmentসায়নী বিয়েতে আগাম বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর, সঙ্গে পাঠালেন আশীর্বাদপত্রও

সায়নী বিয়েতে আগাম বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর, সঙ্গে পাঠালেন আশীর্বাদপত্রও

- Advertisement -

মহানগর ডেস্ক: ফোর্ট উইলিয়মের গুরুদ্বারে আগামী ১৫ ডিসেম্বর বিয়ে করছেন সায়নী দত্ত। পাত্র পাঞ্জাবী। নাম গুরবিন্দরজিৎ সমরা। কলকাতার এক পাঁচতারা হোটেলে পরদিনই ১৬ তারিখে প্রীতিভোজেরও অনুষ্ঠান রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সায়নীর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন। আর সেই প্রেক্ষিতেই ‘দিদি’ হবু কনেকে বিশেষ উপহার পাঠালেন।

সায়নীর বাবা সুভাষ দত্ত-র সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকায় আগেভাগেই নিমন্ত্রপত্র পাঠিয়েছিলেন তিনি। তবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না অভিনেত্রীর বিয়েতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ের দিন হাজির থাকতে না পারলেও শতব্যস্ত শিডিউলের মাঝেও হবু কনের জন্য মনে করে বিশেষ উপহার পাঠাতে ভোলেননি।

মুখ্যমন্ত্রী নিমন্ত্রণপত্রের পালটা এক চিঠি পাঠিয়ে আশীর্বাদ পাঠিয়েছেন হবু দম্পতিকে। সেই চিঠিতে লেখা রয়েছে – “আসন্ন বিবাহবন্ধনের কথা জেনে খুশি হলাম। শুভবিবাহের প্রাক্কালে সায়নী ও গুরবিন্দরকে আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ওদের জীবন সুখের হোক। খুব আনন্দে থাকুক, এই শুভকামনাই রইল।” সংবাদমাধ্যমের কাছে সায়নী জানিয়েছেন, “চিঠির সঙ্গে বেশ কিছু উপহারও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।”

Most Popular