Home Offbeat হবু বর ডেঙ্গিতে আক্রান্ত, হাসপাতালকে বিয়ের আসর বানিয়ে মালাবদল বর-কনের

হবু বর ডেঙ্গিতে আক্রান্ত, হাসপাতালকে বিয়ের আসর বানিয়ে মালাবদল বর-কনের

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: প্রিয় মানুষকে চিরদিনের জন্য কাছে পেতে কোনও বাধাই বাধা হয়ে দাঁড়ায় না। সে বাধা যতই কঠিন হোক, ঝুঁকি নিয়ে প্রিয় মানুষকে চিরজীবনের মতো পেতে সেসব পেরিয়ে যায় মানুষ। এমনই বিয়ে হল বিয়েবাড়ির বদলে হাসপাতালে। বিয়ে ঠিক হয়েছিল দুজনের। কিন্তু বিয়ের কয়েকদিন আগে আচমকাই ডেঙ্গিতে আক্রান্ত হন হবু বর। ডেঙ্গি সাধারণ অসুখ নয়। কোনও কোনও সময় জীবন কেড়ে নিয়ে থাকে। সেই খবর জানার পর কনে বা বর কেউই বিয়ে পিছিয়ে দিতে রাজি হননি। এসব ক্ষেত্রে অনেকেই বিয়ে পিছিয়ে দিয়ে সুস্থ হওয়ার পর অন্য কোনও তারিখে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন।

কিন্তু উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দুপক্ষের পরিবারই বিয়ে পিছিয়ে না দিয়ে যে হাসপাতালে পাত্রের চিকিৎসা হচ্ছিল, সেই হাসপাতালেই বিয়ের আসর বসান। তারা চায়নি কোনওভাবেই দুপক্ষের মহামূল্যবান অনুষ্ঠানকে মাটি করতে। শেষপর্যন্ত দুপক্ষের সম্মতিতেই হাসপাতালে মালাবদল করলেন বর ও কনে। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের বৈশালীতে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে। তারিখ ২৭শে নভেম্বর। বিয়ের দুদিন আগেই বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। ভিডিওয় দেখা গিয়েছে হাসপাতালের ওয়ার্ড বিয়ের আসরে পরিণত হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে হাসপাতালের ওয়ার্ডকে বিয়ের আসর বানিয়ে সেখানে মালাবদল করছেন বর-কনে। উপস্থিত রয়েছেন দু তরফের লোকজনেরা।ঠিক এরকমই একটি ঘটনার কথা জানা গিয়েছে তেলঙ্গনা থেকে। এ বছরের শুরুতে একজন বিয়ে করেন তাঁর প্রিয় মানুষকে। বিয়েটা হয় হাসপাতালে। সেখানে আগে থেকে ঠিক করা বিয়ের তারিখের আগে অসুস্থতার কারণে ও অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন পাত্রী। সেই হাসপাতালে গিয়ে বর অস্ত্রোপচারের পর কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন বর। বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু নিয়মকানুনও পালন করা হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved