HomeEntertainmentঅম্বানীর ছেলের বিয়েতে গিয়ে প্রবল জনজোয়ারে পড়লেন দীপিকা! রণবীর কী করলেন জানেন?

অম্বানীর ছেলের বিয়েতে গিয়ে প্রবল জনজোয়ারে পড়লেন দীপিকা! রণবীর কী করলেন জানেন?

- Advertisement -

মহানগর ডেস্ক: অম্বানী-পুত্র অনন্তের বিয়ে। জামনগরে সাজ সাজ রব। প্রাক্-বিবাহের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে ইতিমধ্যেই পোঁছে গেছেন বিখ্যাত ব্যক্তিত্বরা। বলিউড থেকে গোটা ইন্ডাষ্ট্রি, ক্রীড়া জগৎ থেকে রাজনৈতিক জগতের তাবড় তাবড় তারকাদের মেলা। বলিউড স্টার দের ভিড়ে এবার নজর কেড়েছে বলিউডের পাওয়ার কাপল। বুঝে গেছেন নিশ্চয় কাদের কথা হচ্ছে? অনুগামীদের জন্য সুখবর দিয়েই ক্ষান্ত নন দীপিকা রণবীর। অন্তসত্ত্বা স্ত্রীকে কিভাবে জনরোষের থেকে বাঁচলেন রণবীর? দেখুন।

এ দিন হবু বাবা-মায়ের পোশাক ছিল রংমিলন্তি। দু’জনেই সাদা পোশাক পরেছিলেন। গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন অনুরাগীরা। হবু-মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকায় অবতীর্ণ হন রণবীর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন অভিনেতা। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই বাহবা দিয়েছেন নেটিজেনরা। এইটাই তো হওয়া উচিত একজন দায়িত্বশীল প্রেমিক পুরুষ তথা স্বামী এবং দায়িত্বশীল পিতার। সমাজ মাধ্যমে হু হু করে ছড়াচ্ছে রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের এই ভিডিও। দেখুন।

প্রথম সন্তান আসার খবর জানাতেই সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছিলেন দু’জনে। বিকাল হতেই জামনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তাঁরা। দীপিকা প্রায় তিনমাসের অন্তঃসত্ত্বা। তবে এখনও স্পষ্ট নয় স্ফিতোদর। সাদা লম্বা ঝুলের শার্টের সঙ্গে সাদা রঙের পালাজো পরেছিলেন দীপিকা। মুম্বই বিমানবন্দরে পৌঁছতেই হবু মাকে দেখে রীতিমতো হইচই পড়ে যায়। কিন্তু দীপিকার পাশ থেকে এক মুহূর্তের জন্যেও সরেননি রণবীর। দীপিকার হাত ধরেছিলেন, যাতে কোনও অসুবিধা না হয়। দীপিকা এমনিতে সব সময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়িয়েছে তাঁর চোখেমুখে।

Most Popular