HomeEntertainmentজানেন কি কেন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না ইন্দ্রানী হালদারকে 

জানেন কি কেন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না ইন্দ্রানী হালদারকে 

ইন্দ্রানী হালদারের সাথে যোগাযোগ করে জানা যায় তিনি এখন কাজের সূত্রে রয়েছে রাজস্থানে। তিনি বলেন যে তিনি এই মুহূর্তে সিনেমার কাজ করবেন না।

- Advertisement -

নিজস্ব সংবাদদাতা: অনেকদিনই রুপালি পর্দায়  দেখা  যাচ্ছে না  জনপ্রিয় টেলি অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। কেন এই অনুপস্থিতি সেই উত্তর এবার নিজেই দিলেন বড় এবং ছোট পর্দার জনপ্রিয় মুখ। আবার কবে দর্শক তাঁকে পর্দায় দেখতে পাবেন সেই উত্তরও পাওয়া গিয়েছে।

ইন্ডাস্ট্রিতে ইন্দ্রানী হালদারকে সবাই “মামণিদি”নামে চেনে। টলিপাড়াতেও তার দেখা মিলছে না।এর ফলে চিন্তিত তার সমস্ত অনুগামীরা।অন্যান্যদের মত তিনি সোশ্যাল মিডিয়াতে তেমন সক্রিয় থাকতে পারেন না।সম্প্রীতি “আর্টিস্ট ফোরাম”এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে জোড়া সাঁকো ঠাকুর বাড়িতে প্রবীণ থেকে নবীন জড়ো হয়েছিল কিন্তু সেখানেও দেখা মেলেনি ইন্দ্রানী হালদারের।কিন্তু কেন মেলনি দেখা তা নিয়ে চিন্তিত হয়ে রয়েছেন  তাঁর অনুগামীরা। মাঝে তাঁর একটি প্রথম সারির চ্যানেলে সঞ্চালন করার কথা ছিল কিন্তু সেখানেও  তাঁর জায়গাতে দেখতে পাওয়া গিয়েছে অন্য একজন   অভিনেত্রীকে।  দেখা না যাওয়ার কারণ হিসাবে অভিনেত্রী বলেন যে এখন তিনি বড় পর্দায় কাজে খুব ব্যাস্ত। “শ্রীময়ী” সিরিয়ালের পর করলেন “কুলের আচার” ।তারপর তিনি খুব ব্যাস্ত হয়ে পড়েছেন।

ইন্দ্রানী হালদারের সাথে যোগাযোগ করে জানা যায় তিনি এখন কাজের সূত্রে রয়েছে রাজস্থানে। তিনি বলেন যে তিনি এই মুহূর্তে সিনেমার কাজ করবেন না। সিরিয়ালের বেশ কিছু গল্প নিয়ে আলোচনা চলছে ।যদি তার মধ্যে কোনো গল্প তার পছন্দ হয় তাহলে দর্শক আবার তাকে দেখতে পাবেন বাংলা ধারাবাহিকে। “কুলের আচার” সিনেমাতে অনেকদিন পর দর্শক তাকে বড় পর্দায় দেখেছিল।একসময় তিনি সিনেমাতে চুটিয়ে অভিনয় করেছিলেন।কিন্তু এখন তিনি সিনেমায় কাজ করা প্রায় কমিয়ে দিয়েছেন। দর্শক “শ্রীময়ী” সিরিয়ালে সেই জুন আন্টির জুটিকে আবার দেখার অপেক্ষায় রয়েছে।

Most Popular