HomeEntertainmentঅপেক্ষার অবসান! রাজ-শুভশ্রীর পরিবারে এল নতুন সদস্য, ফের মা হলেন নায়িকা

অপেক্ষার অবসান! রাজ-শুভশ্রীর পরিবারে এল নতুন সদস্য, ফের মা হলেন নায়িকা

- Advertisement -

মহানগর ডেস্ক: অপেক্ষার অবসান। রাজকন্যা এলো শুভশ্রীর কোলে। ফের বাবা-মা হলেন টলিউডের পাওয়ারফুল দম্পতি রাজ-শুভশ্রী। আজ ৩০ নভেম্বর সকালেই একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীকে ভর্তি করানোর খবর দিয়েছিলেন রাজ। পোস্টিয়ে ছিলেন হবু বাবা-মায়ের ছবি। অবশেষে ইউভান বড় দাদা হয়েই গেল। কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল X-এ(টুইটার) এই সুখবর দিয়েছেন। লিখলেন, ‘আমাদের বাড়িতে ছোট ভালোবাসা ও আনন্দের আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ চাই।’

অর্থাৎ রাজের পোস্টেই স্পষ্ট ইউভানের বোন এসেছে পৃথিবীতে। আচমকাই নয়, পরিকল্পনা মতোই তাঁদের পরিবার পূর্ণ হয়েছে, বিষয়টি আগেই স্পষ্ট করেছিলেন শুভশ্রী। রাজ চক্রবর্তীর এই পোস্টটি প্রকাশ্যে আসা মাত্রই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে স্ত্রী শুভশ্রীর সঙ্গে ‘ভেরি গুড মর্নিং’ সেলফি পোস্ট করেছিলেন রাজ। দেখা গিয়েছিল, রাজের কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন নায়িকা। বেশ হাসি-খুশি দুজনে। বাড়িতে নতুন সদস্য আনতে চলছেন যে! ছবিতে স্বামী-স্ত্রী দুজনের হাতের নির্দেশ ছিল শুভশ্রীর বেবি বাম্পে! বুঝিয়ে দিয়েছিলেন, আজ লক্ষ্মীবারেই আসছে নতুন অতিথি। হ্যাঁ, অবশেষে সেই অপেক্ষার অবসান হল। লক্ষ্মীবারেই (বৃহস্পতিবার) লক্ষ্মী এল রাজ-শুভশ্রীর পরিবারে। শুভশ্রীর প্রথমথেকেই ইচ্ছে ছিল মেয়ের মা হওয়া। ভগবান পূর্ণ করলেন সেই আশা।

এর আগে ২০২০ তে কোভিড পরিয়ডে (সেপ্টেম্বরে) ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। তখন থেকেই তারা ঠিক করে রেখেছিলেন যে, দ্বিতীয় সন্তান নেবেন। সেই মতোই পদক্ষেপ। ২০২৩ সালের জুনে দ্বিতীয় সন্তান আসার সুখবর ভাগ করে নেন রাজ-শুভশ্রী। তবে এবার পালা ইউভানের মতো সদ্যোজাত কন্যাকেও এক্ষুনি বিশ্বকে দেখাবেন কিনা। কারণ ট্রেন্ডিংয়ের বিপরীত পথে হেঁটে ইউভানকে সকলের মাঝেই বড় করছেন তাঁরা। সেও এখন বাবা-মায়ের মতো টলিউডে পপুলার।

Most Popular