HomeEntertainmentসেপ্টেম্বরে দীপিকার ঘরে আসছে নতুন অতিথি, ছেলে নাকি মেয়ে কি চান জানালেন...

সেপ্টেম্বরে দীপিকার ঘরে আসছে নতুন অতিথি, ছেলে নাকি মেয়ে কি চান জানালেন রণবীর 

- Advertisement -

মহানগর ডেস্কঃ গুঞ্জন শোনা গিয়েছিল বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা। ৭৭ তম বাফটা অ্যাওয়ার্ডের রাতে শাড়িতে  নজর কেরেছিলেন।  মহময়ী রূপে সবার সামনে ধরা দিয়েছিলেন তবে ঢাকা ছিল তাঁর পেট। তখনই অভিনেত্রীকে গুঞ্জন ওঠে অভিনেত্রী দীপিকা কি অন্তসত্তা? সেই জল্পনা ইতি টেনে  আজ বৃহস্পতিবার দীপিকা পাড়ুকোন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানালেন তিনি  মা হতে চলেছেন। সেপ্টেম্বর মাসেই তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। এই খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে।  সন্তান ছেলে নাকি মেয়ে কি চান সেই কথাও জানিয়ে দিয়েছেন হবু বাবা রণবীর।

বৃস্পতিবার ছিল ২৯ ফেব্রুয়ারি,  যে দিন ৪বছর অন্তর আসে।  এই বিশেষ দিনকেই তারকা দম্পতি বেছে নিলেন, সুসংবাদ ঘোষণা করার জন্য। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। ২০১৮ সালে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন সাত পাঁকে বাঁধা পড়েন। ইতালির লেক কোমোতে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের ছয় বছরের মাথায়  আসছে পরিবারে নতুন সদস্য। দীপিকা-রণবীর  ফ্যানদের সুসংবাদ জানাতে ইনস্টাগ্রামে  একটি পোস্ট করেন ।  বাচ্চাদের রম্পার, বেলুন, খেলনা, জুতো, মাথার টুপি দেওয়া একটি ছবি’ পোস্ট করে দীপিকা শুধু লিখেছেন ‘সেপ্টেম্বর ২০২৪,” তার নীচে লেখা, রয়েছে ‘দীপিকা ও রণবীর’।

উল্লেখ্য,  অতীতে এক সাক্ষাৎকারে দীপিকা নিজের মুখে বলেছিলেন যে, তিনি এবং রণবীর দুজনেই বাচ্চা খুব ভালোবাসেন। তাঁরা দুজনেই নিজেদের পরিবার শুরুর কথা ভাবছেন। সেই সময় থেকেই গুঞ্জনের জল্পনা শুরু হয় দীপিকা কি অন্তঃসত্ত্বা? দীপিকা পাড়ুকোনকে বিভিন্ন সাক্ষাৎকারে বরাবরই বলতে দেখা গেছে তিনি সন্তান ভীষণরকম ভাবে পছন্দ করেন। এক ইভেন্টে তিনি বলেন যে, ‘আমি শিশু ভীষণ পছন্দ করি। আমি যদি এই পেশায় যুক্ত না থাকতাম, তবে এমন কোনও পেশায় নিজেকে নিযুক্ত রাখতাম, যেখানে শুধু শিশুরা আমার চারপাশে ঘুরবে। মৃত্যুর আগে আমি একটা বিষয় করতে চাই, আর তা হল অনেক সন্তানের জন্ম দেওয়া। আমার মনে হয়, সন্তান ছাড়া একটি মানুষ পরিপূর্ণ হয় না। তাই আমি অনেক সন্তানের জন্ম দিতে চাই।’ সন্তান প্রসঙ্গে দীপিকা তাঁর এমন মন্তব্য পোষণ করার পর, সন্তান নিয়ে মুখ খুলেছিলেন রণবীর সিংও। রণবীর বলেছিলেন, তিনি চান তাঁদের কন্যা সন্তান হোক। তাঁর কথায়, ‘আমি কন্যা সন্তানই মূলত চাইব। আমি মনে করি তাঁরা অনেক বেশি সুন্দর, দরুলু, অনেক বেশি বুদ্ধি ধরে, অনেক বেশি পরিবারের সঙ্গে জড়িয়ে থাকে, আমি নারী শক্তিকেই বেশি পছন্দ করি।” তারকা পরিবারে নতুন সদস্যের আগমনের জন্য এখন শুধু আর কয়েক দিনের অপেক্ষা। সেপ্টেম্বর ২০২৪ এ ঘর আলো করে সন্তান আসতে চলেছে দীপিকা পাড়ুকোনের কোলে। অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন দীপিকা রণবীরের ভক্তরা।

Most Popular