HomeNationalরাজ্যে বজ্রাঘাতের বলি ১০! আহত ৩

রাজ্যে বজ্রাঘাতের বলি ১০! আহত ৩

- Advertisement -

মহানগর ডেস্ক: শনিবারে বজ্রাঘাতে মৃত্যু হল ১০ জনের। ওড়িশার ছয়টি জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। স্পেশাল রিলিফ কমিশনার জানিয়েছেন, বজ্রপাতের কবলে পড়ে খুরদা জেলায় ৪ জন, বোলাঙ্গিরে ২ জন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর এবং ঢেনকানালে ১ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। খুরদাতেও তিনজন ব্যক্তি বজ্রপাতে আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

শনিবার ভুবনেশ্বর এবং কটক শহর সহ ওড়িশার উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (IMD) আগামী চার দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। একটি ঘুর্নাবর্ত ওড়িশা উপকূলে সক্রিয় রয়েছেবর্তমানে, যার কারণে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন:

ভুবনেশ্বর এবং কটকে শনিবার বিকেলের দিকে মাত্র ৯০ মিনিটের মধ্যে ১২৬ মিলিমিটার এবং ৯৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত ঘটেছে যা এক কথায় রেকর্ড। একথা জানিয়েছে ওড়িশার বিপর্যয় মোকাবিলা দপ্তর। বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

একটি ঘুর্ণাবর্ত বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আরেকটি ঘুর্ণাবর্ত বঙ্গোপসাগরের উত্তরে ৩ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এমনটাই জানিয়েছেন, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক এইচ আর বিশ্বাস। তিনি জানান, ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপ অঞ্চলের কারণেই, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, যা ওড়িশায় অবনমিত ছিল, এখন তা আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত ঘটাবে রাজ্যে।

Most Popular