HomeNationalমন্দিরে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ১২, আহত...

মন্দিরে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ১২, আহত ২৫

- Advertisement -

মহানগর ডেস্ক: বছরের শুরু থেকেই  ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা। বুধবার সকালে  অসমের গোলাঘাট জেলায় একটি বাসের  সঙ্গে  ট্রাকের ভয়াবহে সংঘর্ষে প্রায় ১২ জন নিহত এবং  ২৫ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে বালিজান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সিং   জানিয়েছেন, বুধবার ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।  তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,  “একটি দলকে বহনকারী বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। বালিজান এলাকায় একটি ট্রাকের  সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এবং ট্রাকটি জোড়হাটের দিক থেকে উল্টো দিকে আসছিল। ঘটনাস্থল থেকে  ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং দেরগাঁও সিএইচসিতে পাঠানো হয়েছে।  ২৭জন আহত ব্যক্তিকে যোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে যেখানে দুইজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে,  ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।  গোলাঘাট জেলার এসপি জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। রাজেন সিং  জানিয়েছেন, “আমাদের তদন্ত চলছে এবং আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।” দুটি গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েচজে পুলিশের তরফে।

Most Popular