মহানগর ডেস্ক: লক্ষ্মীবারেই অগ্নিকাণ্ড। বাইকের শোরুমে লাগলো আগুন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০০টিরও বেশি বাইক পুড়ে ছারখার হয়ে গিয়েছে বলে খবর। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাই-কলকাতা জাতীয় সড়কের কাছে কেপি নগর এলাকায় টিভিএস শোরুমে আগুন লাগে। আগুনে শোরুমসহ গোডাউনের যানবাহন পুড়ে ছাই গিয়েছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে এই আগুন। বিজয়ওয়াড়া এবং কৃষ্ণা জেলার জন্য টিভিএস গাড়ির কেন্দ্রীয় কার্যালয় হওয়ায়, গোডাউনে কয়েকশ বাইক ছিল। একই এলাকায় টু-হুইলারের শোরুম ও সার্ভিস সেন্টারও সেটিই। গোডাউনে আগুন দেখে নিরাপত্তাকর্মীরা ফায়ার স্টেশনে খবর দেন। গোডাউনে প্রচুর সংখ্যক বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি প্রতিদিনের ব্যবহার্য দুই চাকার গাড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জেলা ফায়ার অফিসার জানান, “আমরা যখন পৌঁছলাম, শোরুমটি সম্পূর্ণ আগুন এবং ধোঁয়ায় ঢেকে গেছে। আমরা দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। ১০০০টির মধ্যে ৪০০-৫০০টি গাড়ি আগুনে পুড়ে গিয়েছে।” কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আধিকারিকদের সন্দেহ, কিছু বৈদ্যুতিক দুই চাকার গাড়ি চার্জ করার সময় শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শোরুম মালিকের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ম্যানেজারের বয়ানে মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।