HomeNationalবিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৫ , আহত আরও...

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৫ , আহত আরও ৫

- Advertisement -

মহানগর ডেস্ক: অনুষ্ঠান বাড়ি থেকে ফেররা পথে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় একটি এসইউভি একটি রাস্তার পাশের গাছে ধাক্কা  দেয়। এই  দুর্ঘটনায় প্রায় ৫ জন নিহত হয়েছেন। এবং দুই শিশুসহ আরও ৫  জন গুরুতর আহত হয়েছে।

শনিবার ভোর ৩টার দিকে মুফাসসিল থানা এলাকার বাগমারায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় ১০ জনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার মুখে পড়েছিল।  গিরিডিহ সদর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অনিল সিং বলেছেন যে গাড়ির যাত্রীরা বিরনি থানার থোরিয়া গ্রাম থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে টিকোডিহ-তে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল এবং দুর্ঘটনার সময় বাড়ি ফিরছিল।

পুলিশ জানিয়েছে,  “পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন।” দুর্ঘটনার তদন্ত করা হবে বলেই জানিয়েছে পুলিশ।

Most Popular