HomeNational৭ তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৭, আহত ৪০

৭ তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৭, আহত ৪০

- Advertisement -

মহানগর ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ করেই  ৭ তলা বাড়িতে আগুন লাগে। তাতে  পুড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন ৪০ জন। এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আজ মুম্বাইয়ের গোরেগাঁওয়ে দুর্ঘটনাটি ঘটেছে।  নিহত ৭ জনের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন মহিলা সহ ২ জন নাবালক আছে। আহত ৪০ জনের মধ্যে একজন নাবালক সহ ১২ জন পুরুষ এবং ২৮ জন মহিলা আছেন। আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদ নগর এলাকার জয় ভবানী বিল্ডিংয়ে ভোর ৩টার দিকে আগুন লাগে। র সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে বাকি যারা ছিলেন তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ খুঁজে বের করা হবে বলেই জানানো হয়েছে।

Most Popular