HomeNationalনাগপুরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯ জন

নাগপুরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯ জন

- Advertisement -

মহানগর ডেস্ক: রবিবার মহারাষ্ট্রের নাগপুরে একটি কোম্পানিতে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন। বিশদ বিবরণ অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাজারগাঁও এলাকায় অবস্থিত সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডে বিস্ফোরণটি গিয়েছে।

ঘটনার সময় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। জানা গিয়েছে, কয়লা বিস্ফোরণের জন্য বিস্ফোরক প্যাক করার সময় এ ঘটনাটি ঘটেছে। কোম্পানিটি দেশের প্রতিরক্ষা বিভাগের জন্য বিস্ফোরক এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ নিয়ে কাজ করে।

Most Popular