HomeNationalরিল বানাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, ভিডিও দেখে আঁতকে উঠবেন

রিল বানাতে গিয়ে প্রাণ হারালেন যুবক, ভিডিও দেখে আঁতকে উঠবেন

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: কথায় আছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। যুগ যুগ ধরে চলে আসে এই প্রচলিত প্রবাদটি মানুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বহুবার তা রুপায়িত হতেও দেখা গিয়েছে। হঠাৎ কেন এই কথা বলছি? সম্প্রতি রিল বানাতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনাস্থল, উত্তর প্রদেশের অগ্রা। ভয়ংকর সেই দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই মুখের বুলি হারিয়েছেন নেট নাগরিকরা।

রিল বানাতে গিয়ে প্রাণ গেল এক যুবকের

সদ্য সমাজ মাধ্যমে আসা একটি ভিডিও দেখে আত্মারাম খাচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় সকলের। কয়েক সেকেন্ডে সেই ভিডিওটিতে প্রথমদিকে 5 জন যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের মধ্যে সকলের নজর কেড়েছেন কালো ফুল প্যান্ট এবং লাল জামা পড়া একটি ছেলে। নানান অঙ্গভঙ্গি করে রিল বানাচ্ছিল সে। ড্রেনের ম্যানহোলের ওপর বসে তার ভিডিও রেকর্ড করছিল সম্ভবত আরেকজন। 

এরপর হঠাৎই মুড চেঞ্জ হল যুবকের। রিল ভিডিও শ্যুট করতে করতেই এক টানে খুলে ফেলল ম্যানহোলের ঢাকনা। তারপরই ঘটল বিপত্তি। অসাবধানতার বসে ম্যান হোলে পা রাখতেই সব শেষ। মুহূর্তের মধ্যে নিচে পড়ে যান ওই যুবক। তাকে বাঁচাতে তড়িঘড়ি ছুটে আসেন বাকিরা। তবে শেষ রক্ষা হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুবককে গভীর ম্যান হোল থেকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে তার। যেই খবর সামনে আসতেই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন সকলে। 

ভিডিওটি দেখুন

ভিডিওটির সত্যতা যাচাই করেনি Mahanagar 24 ×7। 

আরও পড়ুন: বালি-সিমেন্ট দিয়ে মধ্যাহ্নভোজ সারলেন যুবক! ভাইরাল ভিডিও

Most Popular