HomeNationalগাড়ির মধ্যে থেকে উদ্ধার জনপ্রিয় নেতার দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গাড়ির মধ্যে থেকে উদ্ধার জনপ্রিয় নেতার দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

- Advertisement -

মহানগর ডেস্ক:  বিনোদন জগতে দুসংবাদ।  জনপ্রিয় অভিনেতা বিনোদ থমাসের দেশ উদ্ধার করা হয়েছে কেরালার পাম্পাডির কাছে একটি হোটেলে পার্ক করা গাড়ির মধ্যে। অভিনেতাকে মৃত অবস্থায় গাড়ির ভিতরে পাওয়া গিয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে বিনোদ থমাসের বয়স ছিল ৪৫। হোটেলের ম্যানেজমেন্টের কর্তারা জানিয়েছেন,   একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে  বাড়ির পাশে  পার্ক করা একটি গাড়ির ভিতরে রয়েছে। সেই খবর পেয়েই পুলিশ আসে। পুলিশ জানিয়েছে, “আমরা তাকে গাড়ির মধ্যে খুঁজে পেয়েছিলাম এবং তাকে কাছের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তাররা তাকে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।” দেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

বিনোদ থমাসের মৃত্যুর কারণ জানা যায়নি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গাড়ির এসি থেকে বিষাক্ত গ্যাস নিঃশ্বাস নেওয়ার কারণে মৃত্যুর কারণ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।  থমাস ‘আয়্যাপ্পানুম কোশিয়াম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভান্থ পাঠায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ এবং ‘জুন’ চলচ্চিত্রে তার  অভিনয়ের জন্য পরিচিত।

Most Popular