মহানগর ডেস্ক: এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উত্তর কলকাতার বিখ্যাত পুজোর উদ্বোধন হতে চলেছে।সূত্রের খবর, আগামী সপ্তাহেই অমিত শাহ আসছেন কলকাতায়। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর সূচনা করবেন তিনি। দলের তরফে সেই ব্যবস্থাই করা হয়েছে। এর আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার শহরে আসার খবর শোনা গিয়েছিল। ষষ্ঠীর দিন তাঁর আসার কথা। তবে তার আগে ১৬ তারিখ আসার কথা অমিত শাহর। উদ্বোধন করবেন শহরের নামী পুজোর।বিজেপির অন্দরে তাঁর সফরের খবরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। প্রতি বছর দর্শনার্থীদের প্যান্ডেল হপিংয়ের তালিকায় এই পুজো থাকেই। এই পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। তিনি একাধিকবার অমিত শাহকে অনুরোধ করেছিলেন পুজো উদ্বোধন করার জন্য। সূত্রের খবর, সেই অনুরোধেই শাহ আসছেন কলকাতায়। অমিত শাহর উদ্বোধনের খবর সন্তোষ মিত্র স্কোয়্যারের তরফে জানানো হয়েছে।
বিজেপি ২০২১ বিধানসভা নির্বাচনের আগের বছর অর্থাৎ ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল।সেবার ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বছর পুজোর সময় রাজ্যে এসেছিলেন অমিত শাহও। এবারে বিজেপি আর দলীয় ব্যানারে পুজো করছে না। পুজো করার জন্য ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামের একটি মঞ্চ তৈরি হয়েছে। যাতে যুক্ত রয়েছেন দলের সাংস্কৃতিক সেলের নেতারা।এবার কলকাতার পুজোয় অমিত শাহ, জে পি নাড্ডা সকলেই আসছেন।