মহানগর ডেস্ক, কলকাতা: বড় খবর! বাংলার পুজো গোটা বিশ্বের কাছে বিখ্যাত। গতবছর বাংলার পুজো হেরিটেজ তকমাও পেয়েছে।বিশেষ করে কলকাতা এই চারটে দিন মেতে ওঠে আলোর রশনাই। কলকাতায় প্রায় গোটা পঞ্চাশের থিমের পুজো হয়। যেগুলি দেখতে ভিড় জমায় গোটা রাজ্যের মানুষজন। এছাড়াও কলকাতার পুজোর উদ্বোধনে আসেন দেশের সব মহামান্য অতিথিরা।
আগামী ১৬ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির-থিমযুক্ত দুর্গা পূজা প্যান্ডেলের উদ্বোধন করবেন। সন্তোষ মিত্র স্কোয়ার পূজা কমিটি, প্রতি বছরই তাঁদের থিমে অভিনবত্ব আনে। এবার সন্তোষ মিত্র স্কোয়ার আয়োজিত এই অনন্য প্যান্ডেলটি অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে। যেটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এসে এই দুর্গাপূজা প্যান্ডেলের উদ্বোধন করবেন। বিজেপি নেতা সজল ঘোষের মতে, এদিন ঠিক বিকেল ৪ টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ার পূজা প্রাঙ্গণে আসবেন তিনি, আর তখনই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এই বিশেষ দুর্গাপূজাটি সজয় ঘোষের পূজা নামেও পরিচিত।
এই বছরের উদযাপনের থিম হল রাম মন্দির, অযোধ্যায় রাম মন্দিরের চলমান নির্মাণ থেকে অনুপ্রাণিত। সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল সুন্দর করে সাজানো হয়েছে। উল্লেখ্য, অমিত শাহ এর আগে কলকাতায় ২০২১ বিধানসভা নির্বাচনের সময় পূজা প্যান্ডেল গুলির উদ্বোধন করেছিলেন। বিজেপি নিজেই সেই সময়ে বাংলায় দুর্গা পূজা উদযাপনের আয়োজন করেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন।