HomeNationalআচমকা সেল বদল, হাসপাতালে ভর্তি, কি হয়েছে Anubrata mondal-র

আচমকা সেল বদল, হাসপাতালে ভর্তি, কি হয়েছে Anubrata mondal-র

- Advertisement -

মহানগর ডেস্ক: একাধিকবার নিজের অসুস্থতার কারণ জানিয়ে জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। তিহাড় জেলে বন্দি হওয়ার পর থেকে বারংবার শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যার কথা প্রকাশ্যে এনেছেন তিনি। এমনকি হুইলচেয়ারে বসেও আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি। কিন্তু এবার হঠাৎ করেই তিহাড় জেলে তার সেল বদলি করা হয়েছে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে জেল হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি।

এ প্রসঙ্গে শুক্রবার অনুব্রত মণ্ডলের আইনজীবি সম্পৃক্তা ঘোষাল জানান, অসুস্থতার কারণে তাকে একদিনের জন্য জেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে তিনি আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এমনকি শুক্রবার ভিভিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশও নিয়েছিলেন অনুব্রত। কিন্তু অনুব্রতর আইনজীবীর দাবি তাদেরকে না জানিয়ে তিহার জেলে সেল বদলি করা হয়েছে।

আরও পড়ুন: নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুখবর, সরকারের তরফে মিলবে টাকা

প্রসঙ্গত, বিগত দুমাস ধরে কোন শুনানিতে সশরীরে হাজিরা দেননি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। এদিন শুক্রবারও শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু আদালত চত্বরে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। এপ্রসঙ্গে অনুব্রতর আইনজীবী জানিয়েছে, অনুব্রতর শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা করে জেল কর্তৃপক্ষ।

তবে অনুব্রত মণ্ডলের আইনজীবির অভিযোগ, তাদের না জানিয়ে অনুব্রতকে সাত নম্বর সেল থেকে সরিয়ে তিন নম্বর সেল নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে সায়গল হোসেন আইনজীবীদের জানিয়েছেন যে, অনুব্রতর সেল পরিবর্তনের পেছনে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত রয়েছে। সেখান থেকেই অর্ডার আসার পর সেল বদল করা হয় অনুব্রতর। কিন্তু হঠাৎ কেন সেল বদল করা হল অনুব্রত মণ্ডলের? তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে।

Most Popular