HomeNationalজম্মু-কাশ্মীর সীমান্তে পাক ড্রোনের চক্কর, গুলি চালাল সেনাবাহিনী

জম্মু-কাশ্মীর সীমান্তে পাক ড্রোনের চক্কর, গুলি চালাল সেনাবাহিনী

- Advertisement -

মহানগর ডেস্ক:  ফের জম্মু-কাশ্মীর সীমান্তে মিলল পাকিস্তানি ড্রোনের দেখা।  শুক্রবার নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর পাহারা দেওয়ার সময় সেনা  জওয়ানরা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দুটি ভিন্ন জায়গায় পাকিস্তানি ড্রোন দেখতে পায়।  কোয়াড কপ্টারগুলিকে নামানোর জন্য গুলি চালানো হয় বলেই কর্মকর্তারা জানিয়েছেন।

 সেনা সূত্রে জানানো হয়েছে, উড়ন্ত বস্তুগুলি বালনোই-মেনধার এবং গুলপুর সেক্টরে ভারতীয় ভূখণ্ডে কিছু সময়  ঘোরাঘুরি করার পরে পাকিস্তানের দিকে ফিরে গিয়েছে বলেই জানানো হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে,  কোয়াডকপ্টারের মাধ্যমে অস্ত্র বা মাদকদ্রব্য ভারতে ফেলে দেওয়া হয়েছে কিনা এই  বিষয়টি নিশ্চিত করতে উভয় সেক্টরে একটি অনুসন্ধান অভিযান চালানো  হয়।

আধিকারিকরা জানিয়েছেন,  বিএসএফ জওয়ানরা সকাল ৬.৩০  নাগাদ জম্মু-কাশ্মীরের মেনধারের বালনোই এলাকায় দুটি কোয়াডকপ্টার প্রবেশ করতে দেখে গুলি চালায় কিন্তু দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোনগুলি পাকিস্তানে ফিরে যেতে সক্ষম হয়েছে।   একই সময়ে গুলপুর সেক্টরে ঘুরতে থাকা কয়েকটি কোয়াডকপ্টার ভারতীয় সেনাদের গুলিবর্ষণের  সম্মুখীন হয়।
উল্লেখ্য,  বিগত কয়েক বছর ধরেই  জম্মু-কাশ্মীরে ড্রোনের হানা বেড়েছে। এর আগে ১২ ফেব্রুয়ারী বিএসএফ মেনধার সেক্টরের মানকোট এলাকায় চলাচল শুরু করার পরে একটি শত্রু ড্রোনের উপর গুলি চালায়। জম্মু ও কাশ্মীরে মাদক ও অস্ত্র ফেলতে ড্রোন ব্যবহার করছে পাকিস্তান।

Most Popular