HomeNationalAssaulted For Not Chanting Jay Sriram Slogan: জয় শ্রীরাম স্লোগান বলতে না...

Assaulted For Not Chanting Jay Sriram Slogan: জয় শ্রীরাম স্লোগান বলতে না চাওয়ায় বেদম মার, দায়ের মামলা

- Advertisement -

মহানগর ডেস্ক: চেঁচিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। নাহলে জুটবে মার। এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের কান্দিভেলি পূর্বে ক্রান্তি নগরে। একজন জয় শ্রীরাম স্লোগান দিতে রাজি না হওয়ায় তাঁকে চূড়ান্ত হেনস্থা করল কয়েকজন (Assaulted For Not Chanting Jay Sriram Slogan)। হেনস্থার অভিযোগে চারজনের বিরুদ্ধে মারধর করা ও শান্তি ভঙ্গের প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে জানানো হয়েছে ওই চারজন অভিযোগকারীকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে তিনি রাজি না হওয়ায় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়।

আরও অভিযোগ নিগ্রহকারীরা বজরং দলের লোক। অভিযুক্তদের নাম সূরয তেওয়ারি, অরুণ পাণ্ডে, পণ্ডিত এবং রাজেশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এফআইআর মোতাবেক সেপ্টেম্বরের ২৬ তারিখে মাহিন্দ্রা সংস্থায় চুক্তিভিত্তিক কর্মরত ক্রান্তিনগরের বাসিন্দা সিদ্ধার্থ আনগুরে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেসময় তিনি ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন।

সেসময় রাস্তায় ওই চার অভিযুক্ত তাঁকে ফোন বন্ধ করতে না বলে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে। তিনি রাজি না হওয়ায় তারা মুখে নানা অশালীন কথা বলতে থাকে। তারা জানতে চায় তিনি কোন ধর্মের। তারপরই তার হাত ও পায়ে বেদম মারতে থাকে। তাঁকে টানতে টানতে মাঠে নিয়ে যায়। ফোনে ঘটনাটি জানতে পেরে তাঁর ভাই ও ভাগনে সেখানে এসে সিদ্ধার্থকে উদ্ধারের চেষ্টা করে। আহত অবস্থায় তাঁকে ড.বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সিদ্ধার্থ থানায় অভিযোগ জানান।

Most Popular