HomeNationalপ্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে প্রকাশ্যে অযোধ্যা রাম মন্দির চত্বরের চমকপ্রদ ছবি, দেখুন

প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে প্রকাশ্যে অযোধ্যা রাম মন্দির চত্বরের চমকপ্রদ ছবি, দেখুন

- Advertisement -

মহানগর ডেস্ক: সাজো সাজো রব অযোধ্যায়।  রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার বাকি মাত্র একটা দিন। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা এলাকা। প্রস্তুতি পর্ব প্রায় শেষ।  অনুষ্ঠানের  আগে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নবনির্মিত মন্দিরের ছবি প্রকাশ করেছে। যা দেখে মুগ্ধ সকলেই। দেখে নিন সেই ছবি। আরও একবার জেনে নিন মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য

The Shri Ram Janmabhoomi Teerth Kshetra shared the inside pictures of the Ayodhya mandir on X.

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট মহান মন্দিরের ‘প্রাণ-প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের দুই দিন আগে শনিবার নবনির্মিত রাম মন্দির অযোধ্যার শ্বাসরুদ্ধকর ছবি প্রকাশ করেছে। ফুলের মালায় সজ্জিত করা হয়েছে গোটা মন্দির প্রাঙ্গন।

Image

মন্দিরের গর্ভগৃহের ভিতরে কাপড়ে ঢেকে রাখা নতুন রাম লালা মূর্তির প্রথম ছবি বৃহস্পতিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। একদিন পরে, কভার ছাড়াই মূর্তির ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বিশ্ব হিন্দু পরিষদ এবং মন্দির ট্রাস্টের সদস্যরা কোনো ছবি প্রকাশ করা প্রত্যাখ্যান করেছেন।

Image

শুক্রবার ‘জয় শ্রী রাম’ স্লোগানের মধ্যে রাম মন্দিরের ‘গর্ভগৃহে’ রাম লালার মূর্তি স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্টা’ বা পবিত্রতা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, যখন লক্ষ্মীকান্ত দীক্ষিতের নেতৃত্বে পুরোহিতদের একটি দল মূল আচার অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন।

Image

 

২০২০ সালের ফেব্রুয়ারিতে সরকার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও পরিচালনার জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থাপন করেছিল।

 

 

Most Popular