HomeNationalCBI Filed Case Against ED Top Officer: পাঁচ কোটি টাকা ঘুষ, ইডির...

CBI Filed Case Against ED Top Officer: পাঁচ কোটি টাকা ঘুষ, ইডির কর্তার বিরুদ্ধে মামলা সিবিআইয়ের

- Advertisement -

মহানগর ডেস্ক: দিল্লিতে আবগারি কেলেঙ্কারির তদন্তের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও একটি হোটেল চেনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। পবন ক্ষাত্রী ও হোটেল চেনের মালিক বিক্রমাদিত্য সিং ও এয়ার ইন্ডিয়ার এক কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইডি দিল্লিতে আবগারি মামলায় সাধারণ মানুষের অর্থ তছরূপ মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ আরও অনেকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ওই ঘটনায় আমনদীপ ঢাল নামে এক অভিযুক্তকে এ বছরের শুরুতে ইডি গ্রেফতার করে। ইডির দাবি পবন ক্ষাত্রী, ইডির ক্লার্ক নীতেশ কোহার আমনদীপকে আড়াল করার জন্য পাঁচ কোটি টাকা ঘুস নিয়েছিল। অভিযোগ মোতাবেক ঢাল ও তাঁর বাবা বীরেন্দ্রপাল সিং ইডিকে জানিয়েছিল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রবীণ ভাটকে ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যে পাঁচ কোটি টাকা ঢালের বিরুদ্ধে বন্দোবস্ত করার ব্যাপারে ঘুষ হিসেবে দিয়েছিল।

আগস্টের সাত তারিখে করা অভিযোগে ইডি জানায় প্রবীণ ভাট ও এয়ার ইন্ডিয়ার কর্মী দীপক সাঙ্গোয়ান আবগারি মামলায় পবন ক্ষাত্রীর মাধ্যমে অর্থ নয়ছয়ের তদন্তে ছাড় পেতে সাহায্য করার সুবাদে ঢালের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিল। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভাট জানায় ঢালের কাছ থেকে টাকা থেকে কাজ হাসিলের জন্য পঞ্চাশ লক্ষ টাকা অগ্রিম হিসেবে সাঙ্গোয়ান ও ক্ষাত্রীকে দেওয়া হয়েছিল। এ বছরের মার্চে ঢাল গ্রেফতারের পর তার বাবা টাকা ফেরত চায়। এরপর ক্ষাত্রীর উপস্থিতিতে এক কোটি টাকা ফেরত দেওয়া হয় ভাট জানায়।

 

Most Popular