HomeNationalChandrayaan 3 : ডিবুস্টিংয়ের পর চাঁদের আরও কাছে ল্যান্ডার বিক্রম, প্রহর গুনছে...

Chandrayaan 3 : ডিবুস্টিংয়ের পর চাঁদের আরও কাছে ল্যান্ডার বিক্রম, প্রহর গুনছে গোটা দেশ

- Advertisement -

মহানগর ডেস্ক: চন্দ্রযান-২ অসফল হওয়ার পর নতুন করে চাঁদে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩। আর মাত্র কয়েকটা দিন পরেই চাঁদের মাটিতে পা রাখবে ভারত থেকে পাঠানো চন্দ্রযান-৩। এই নিয়েই রয়েছে মন ভালো করা খবর। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নরম অবতরণ করতে প্রস্তুত। ল্যান্ডারটি গতকাল শুক্রবার চাঁদের পৃষ্ঠের কাছাকাছি চলে  গিয়েছে এবং বেশ কয়েকটি ছবিও তুলেছে। ভারত তথা চন্দ্রযান-৩-এর সফল অবতরণ এর জন্য মুখিয়ে গোটা দেশ সহ বিশ্ব।

মহাকাশযানের প্রোপালশন মডিউল থেকে ল্যান্ডার মডিউল আলাদা করার পরে  তোলা ছবিগুলি, চাঁদের পৃষ্ঠের গর্তগুলিকে দেখায় যেগুলি ‘ফ্যাব্রি’, ‘জিওর্দানো ব্রুনো’ এবং ‘হারখেবি জে’ হিসাবে ইসরো প্রকাশিত ফটোগ্রাফগুলিতে চিহ্নিত ছিল।   বিক্রম নামক ল্যান্ডারটি অটোমেশন মোডে প্রবেশ করেছে এবং ডেটার উপর ভিত্তি করে কীভাবে কাজ করবে তা নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রাক্তন ইসরো প্রধান কে সিভান।

উল্লেখ্য, চন্দ্রযান ২ গতবার এই সময়েই চাঁদের মাটিতে নামার সময় সমস্যার মুখে পড়েছিল। সফ্ট ল্যান্ডিংয়ের কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। বিচ্ছিন্ন হয় সংযোগ। তবে এবার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে  ২৩ অগাস্ট সফ্ট ল্যান্ডিংয়ের চেষ্টা করবে ল্যান্ডার বিক্রম। আগের বারের থেকে শিক্ষা নিয়েই সমস্ত ব্যবস্থা করেছে ইসরো।   এখন এটাই দেখা এই অভিযান কতটা সফল করতে পারেন বিজ্ঞানীরা।

Most Popular