মহানগর ডেস্ক: সিআইডি দেখেন নি বা এখনও দেখেন না এমন মানুষ বোধ হয় খুঁজলে পাওয়াই যাবে না। এই এই সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন মুখ দীনেশ ফাডনিশ অর্থাৎ ফ্রেডি। বেশ কয়েকদিন ধরেই তাঁর অসুস্থতার খবর সামনে এসেছিল। অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে । অনুরাগীরা সকলেই তাঁর সুস্থতা কামনা করেছেন প্রতি নিয়ত। কিন্তু শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন দীনেশ ফাডনিশ।
জনপ্রিয় শো সিআইডি-তে ফ্রেডি চরিত্রে অভিনয় করা দীনেশ ফাডনিশ আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সম্প্রতি, রিপোর্টে দাবি করা হয়েছে যে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে দীনেশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সিআইডি সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি দীনেশের স্বাস্থ্য সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছিলেন, দীনেশ হার্ট অ্যাটাক নয়, লিভারের সমস্যায় ভুগছিলেন। তিনি আরও জানান, অভিনেতার অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। ‘রাত ১২.০৮ মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলেই জানিয়েছেন দয়া।
দয়া জানিয়েছেন দীনেশের মাল্টি অর্গ্যান ফেইলিওর হয়েছে। জানিয়েছেন, ‘অনেক জটিলতা অভিনেতার শরীরে। এবং গতকাল রাতে তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়েও নেওয়া হয়েছিল।’ আজ মঙ্গলবার মুম্বইয়ে অভিনেতার শেষকৃত্য হবে বলেই জানানো হয়েছে ।