HomeNationalনিরামিষ থালিতে মরা ইঁদুর, ধুন্ধুমার লুধিয়ানার রেস্তোরাঁয়!

নিরামিষ থালিতে মরা ইঁদুর, ধুন্ধুমার লুধিয়ানার রেস্তোরাঁয়!

- Advertisement -

মহানগর ডেস্ক: অনেকেই নিরামিষ খেতে ভালোবাসেন। আবার কারো কারো পছন্দ আমিষ। এ ধরণের পছন্দ ব্যক্তিগত। কিন্তু রেস্তোরাঁয় খেতে গিয়ে যদি সেই নিরামিষ থালিতে মরা ইদুর পাওয়া যায়, তাহলে কী দাঁড়ায় সেটা বোধহয় নতুন করে বলে বোঝাতে হবে না। পঞ্জাবের লুধিয়ানায় ধাবায় এমনই গা ঘিন ঘিন করা কাণ্ডের ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয় হইচই। রেস্তোরাঁয় পরিবার নিয়ে খেতে এসেছিলেন এক ব্যক্তি। পরিবারটি নিরামিষ খেয়ে থাকেন। রেস্তোঁরাতেও বরাবরের মতো নিরামিষ থালির অর্ডার দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু খেতে গিয়ে তাঁদের চোখ চড়কগাছ। দেখতে পান নিরামিষ থালিতে মরা ইঁদুর রয়েছে।  এরপর খাওয়া বন্ধ করে নিরামিষ খাবারের থালিতে মরা ইঁদুরের ছবি ভিডিও তুলে তা পোস্ট করেন ওই ব্যক্তি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এরপর ওই ধাবার মালিকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে লুধিয়ানা সিটি পুলিশ। ফিল্ড জ্ঞানী এলাকার প্রেম নগরের বাসিন্দা বিবেককুমার এই বিষম কাণ্ড নিয়ে ধাবার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। বিবেককুমারের দাবি নিরামিষ খাবারে মরা ইঁদুর দেখে তিনি ও তাঁর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। বিশ্বকর্মা চকের কাছে পরকাশ ধাবায় তাঁরা খাবারের অর্ডার দিয়েছিলেন। খাবার পরিবেশন করার পর দেখা যায় তাতে মরা ইঁদুর পড়ে রয়েছে। বিবেকুমার জানিয়েছেন খাবারের অনেকটা অংশ খাবার পর তাঁদের চোখে পড়ে খাবারে কিছু একটা গোলমাল রয়েছে। তারপরই দেখতে পান খাবারে একটি মরা ইঁদুর পড়ে।

ধাবার মালিককে তা জানালে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তখন বিবেককুমার মরা ইঁদুরসহ খাবারের ডিসের ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার সিদ্ধান্ত নেন। দূষিত খাবার খেয়ে তাঁর পরিবারের লোকেরা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন বিবেককুমার। এদিকে ধাবার মালিকও পাল্টা পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ওই ক্রেতা এর আগে ডিসকাউন্ট নিয়ে অন্য একটি হোটেলে ঝামেলায় জড়িয়েছিলেন। তাঁর অভিযোগ চক্রান্ত করেই এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধাবার নাম খারাপ করার চক্রান্ত করেছেন ওই ক্রেতা। এই ঘটনা খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তদন্তের নির্দেশ দেয় প্রশাসন।

Most Popular