HomeNationalজানেন কি প্রধানমন্ত্রী হওয়ার পর এখনও পর্যন্ত কতদিন ছুটি নিয়েছেন মোদী

জানেন কি প্রধানমন্ত্রী হওয়ার পর এখনও পর্যন্ত কতদিন ছুটি নিয়েছেন মোদী

- Advertisement -

মহানগর ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি নেতারা মনে করেন এই মানুষটি নিজের কর্মজীবনে ছুটি নেননি। প্রত্যেকটা দিন ২৪ ঘন্টা দেশের কাজে নিযুক্ত তিনি। কিন্তু বিজেপি নেতাদের এই দাবি শুধু যে কথার কথা নয় তারই প্রমাণ মিললো এবার। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুসারে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কার্যালয় এবার জানালো আসল তথ্য। আরটিআইয়ের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর গত ৯ বছরে এখনো পর্যন্ত একটা দিনও ছুটি নেন নি নমো।

তথ্য জানার অধিকার আইনের আওতায় প্রশ্নের উত্তরে পিএমও আরও জানিয়েছে, ২০১৪ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর থেকে ৩০০০টিরও বেশি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কখনই ‘অফ ডিউটি’ হন না, প্রধানমন্ত্রী সব সময়ই ‘অন ডিউটি’ থাকেন। অর্থাৎ, নিজের দায়িত্বে বহাল থাকেন।

আরও পড়ুন: UP Bi-Election: যোগী রাজ্যের উপনির্বাচনে প্রথম অ্যাসিড টেস্ট ইন্ডিয়া জোটের?

জনৈক প্রফুল্ল পি সারদা নামক এক ব্যক্তি তথ্যের অধিকার আইনের আওতায় প্রধানমন্ত্রীর দফতরের কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চান। প্রথমত, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে তার প্রধানমন্ত্রী কার্যালয়ে ঠিক কত দিন উপস্থিত ছিলেন? দ্বিতীয়তঃ, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো পর্যন্ত কতগুলি অনুষ্ঠানে যোগদান করেছেন তার বিস্তারিত পরিসংখ্যান কত? সেই জবাব দিয়েছে প্রধানমন্ত্রী দপ্তর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডার সেক্রেটারি পরবেশ কুমার প্রথম প্রশ্নের উত্তরে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী সব সময়ই কর্তব্যে বহাল থাকেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনও ছুটি নেননি নরেন্দ্র মোদী।” দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি পিএমও ওয়েবসাইট – http://www.pmindia.gov.in-এর একটি লিঙ্ক শেয়ার করেছেন। সেই লিঙ্কে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী গত ৯ বছরে ৩০০০-র বেশি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অর্থাৎ, গত ৯ বছরে প্রতিদিনে গড়ে প্রায় একটি করে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

 

 

Most Popular