মহানগর ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান নিয়ে মোদী সরকারের পাশে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি প্রশংসা করে বলেছেন, যে দেশ শান্তি প্রতিষ্ঠা করার সময় তার সার্বভৌম এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঠিক কাজ করেছে। শান্তিপূর্ণ আলোচনাই ইউক্রেন যুদ্ধ সমাধানের একমাত্র উপায়, ভারত বরাবরই এই অবস্থান নিয়েছে বলে মন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে একটানা চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। জি ২০ শীর্ষ সম্মেলনের আলোচনাতেও এই প্রসঙ্গ ওঠার কথা রয়েছে। তারই মধ্যে মনমোহন সিংয়ের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবথেকে বড় কথা হলো, এই মুহূর্তে জি-২০ সম্মেলনের জন্য রাষ্ট্রনেতারা রয়েছেন এই দেশেই।
আরও পড়ুন: সম্রাট আকবরের নির্দেশে হয়েছিল চাষ, জেনে নিন বাংলায় পোস্তর ইতিহাস
বিরোধীরা যখন নরেন্দ্র মোদীর বিদেশনীতির সমালোচনায় মুখর হয়ে রয়েছে, সেই সময় কিছুটা হলেও অন্য পথে হাঁটলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন করলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিদেশনীতি তাঁর সময়ের চেয়ে অনেক বেশি আভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন মনমোহন। তাঁর মতে, দলীয় রাজনীতির জন্য কূটনীতি ব্যবহারে সংযত থাকা প্রয়োজন।
নিজের জীবদ্দশায় ভারত জি-২০ সম্মেলন আয়োজন করায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অভিনন্দন জানান সরকারকে। দেশের মাটিতে জি-২০ সম্মেলন আয়োজন নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি। জি-২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ মনমোহন। তাঁর কথায়, এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আঞ্চলিক এবং সার্বভৌম অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশাপ্রকাশ করেন।