বিক্রম ব্যানার্জী: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। customer support voice process পদে চাকরির জন্য কর্মী নিয়োগ করছে Infosys। শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। কলকাতা লোকেশানে ইন্টারভিউ দিয়ে Infosys-এর মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন।
পদের নাম
Infosys সংস্থা Customer service পদে চাকরির জন্য কর্মী নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্যতা
Infosys কোম্পানির Customer service পদে চাকরির জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। সেই সাথে, ভাল কমিউনিকেশন স্কিল ও কম্পিউটার নলেজ (Word, Microsoft, Excel, Outlook) থাকতে হবে।
বয়স
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 বছরের বেশি।
মাসিক বেতন
Infosys সংস্থার Customer service পদে আবেদন করার পর ইন্টারভিউ ও অন্যান্য টেস্টে উত্তীর্ণ হলে চাকরিরত ব্যক্তিরা প্রতিমাসে 30,000 থেকে 35,000 টাকা বেতন পাবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
উক্ত পদে চাকরির জন্য প্রার্থীদের অবশ্যই নিচে উল্লেখিত ডকুমেন্টগুলি কাছে রাখতে হবে।
1. নিজস্ব আপডেটেড সিভি।
2. পরিচয় পত্র হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড।
3. মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকে ও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট।
ইন্টারভিউয়ের ঠিকানা
Infosys Limited Plot No IIIG/2,P, New Town, Kolkata -700135
ইন্টারভিউয়ের তারিখ ও সময়
শুধুমাত্র 24 ও 25 অক্টোবর সকাল 10 টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে।