HomeNationalজম্মু-কাশ্মীরে ড্রোনে করে ফেলে দেওয়া ৯টি গ্রেনেড সহ এক বাক্স আগ্নেয়াস্ত্র উদ্ধার...

জম্মু-কাশ্মীরে ড্রোনে করে ফেলে দেওয়া ৯টি গ্রেনেড সহ এক বাক্স আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

- Advertisement -

মহানগর ডেস্ক: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র পাচাররে বড় প্রচেষ্টা ব্যর্থ করল জম্মু-কাশ্মীর পুলিশ।  জম্মু-কাশ্মীরের আখনুরে কটি ড্রোন থেকে ফেলে দেওয়া এক  বাক্স অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বাক্স থেকে ৯টি গ্রেনেড, একটি পিস্তল, ৩৮ রাউন্ড কার্তুজ এবং একটি আইইডি উদ্ধার করা  হয়েছে।

 পুলিশ সন্দেহ করছে বড় কোনও নাশকতার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। সেই উদ্দেশ্যেই এই অস্ত্র পাচাররে চেষ্টা চলছিল। তবে তা ব্যর্থ হয়ে গিয়েছে। কন উদ্দেশ্যে এই অস্ত্র পাচার তা খুঁজে বের করা হবে বলেই জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে। কারা এই সঙ্গে যুক্ত রয়েছে সেটাও তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ত্রাসবাদ দমনে নেমে ২ অফিসার সহ ৪ জন সেনা শহিদ হয়েছেন।  জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে সেনা জঙ্গির ভয়াবহে  সংঘর্ষের  দুই সেনা কর্মকর্তা এবং দুই সেনা নিহত হয়েছেন।  বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ বাহিনী এবং পুলিশ যৌথ অভিযান শুরু করার পর সংঘর্ষ শুরু হয়। জম্মু ও কাশ্মীরের পীর পাঞ্জাল জঙ্গল গত কয়েক বছরে একাধিক এনকাউন্টারের পর নিরাপত্তা বাহিনীর কাছে সন্ত্রাস দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদীরা তাদের অবস্থান লুকানোর জন্য ঘন বন ব্যবহার করছে। এটাই বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে সেনাবাহিনীর কাছে।

Most Popular