HomeKolkataবিশেষ কারণে জয়পুরে জরুরি অবতরণ করল কলকাতাগামী ইন্ডিগো বিমান

বিশেষ কারণে জয়পুরে জরুরি অবতরণ করল কলকাতাগামী ইন্ডিগো বিমান

- Advertisement -

মহানগর ডেস্ক: বিমানে প্রযুক্তিগত ত্রুটি । কলকাতাগামী ইন্ডিগোর একটি  বিমান জরুরি ভিত্তিতে নাম জয়পুরে।  তবে যাত্রীদের  যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে  যাত্রীদের জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছিল এবং ইন্ডিগো তাদের  সমস্যার জন্য ক্ষমা চেয়েছে ইতিমধ্যেই।

এয়ারলাইন সূত্রে খবর,ইন্ডিগো ফ্লাইটটি জয়পুর থেকে কলকাতায় যাত্রার উদ্দেশ্যে রওনা  করেছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি আবার সোমবার জয়পুরে ফিরে  যায়। ইন্ডিগোর বিমান 6E784, যেটির কলকাতা যাওয়ার পথে প্রযুক্তিগত ত্রুটি্র সম্মুখীন হয়। এই প্রসঙ্গে ইন্ডিগোর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘পাইলট স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে জয়পুরে ফিরে আসেন।

‘জয়পুর বিমানবন্দরে বিস্তারিত মূল্যায়ন ও মেরামতের জন্য বিমানটিকে পাঠানো হয়েছে। একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল যাত্রীদের জন্য। ইন্ডিগোর এক মুখপাত্র আরোও জানিয়েছেন,ইন্ডিগো জয়পুর-কলকাতা ফ্লাইটে থাকা যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে। পাশাপাশি যাত্রীদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইন্ডিগোর তরফে।

Most Popular