HomeNationalআজ বিরোধীদের মেগা বোঠক! উন্মোচিত হবে নতুন লোগো

আজ বিরোধীদের মেগা বোঠক! উন্মোচিত হবে নতুন লোগো

- Advertisement -

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার এবং শুক্রবার মুম্বাইতে আয়জিত হতে চলেছে INDIA জোটের মেগা বৈঠক। লক্ষ ২০২৪ সালের লোকসভা নির্বাচন। জোটের একটি সাধারণ ন্যূনতম কর্মসূচির খসড়া তৈরির জন্য একটি সমন্বয় কমিটি এবং একটি লোগো ও প্যানেল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এবং একটি কমিটি গঠনের পাশাপাশি সব সদস্য দলের মধ্যে সমন্বয় স্থাপনের জন্য সচিবালয়ও থাকছে।

দুই দিনের বৈঠকে আঞ্চলিক দলগুলি যোগদান করবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মতো নেতারা ইতিমধ্যেই মুম্বাই পৌঁছেছেন।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ অন্যরা শীঘ্রই মুম্বাইয়ে পৌঁছাবেন।

আরও পড়ুন: শরীরকে রোগমুক্ত করতে খান আপেল

জনতা দলের জাতীয় সভাপতি লালন সিং এবং মন্ত্রী সঞ্জয় ঝাকে সঙ্গে নিয়ে দুপুর ২টো নাগাদ মুম্বাই পৌঁছানোর কথা নীতীশ কুমারের। প্রসঙ্গত, পটনার বৈঠকে যোগ দিয়েছিল ১৬টি বিরোধী দল। বেঙ্গালুরুর বৈঠকে সেই সংখ্যাটি বেড়ে হয় ২৬। মুম্বইয়ের বৈঠকে আরও একটি নতুন দল যোগ দিতে চলেছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে।

মুম্বইয়ের গ্রান্ড হায়াত হোটেলে হবে এই বৈঠক। তাতে যোগ দেবেন ২৭টি রাজনৈতিক দলের ৬৩ জন প্রতিনিধিরা।আজ ও আগামিকালের ইন্ডিয়া জোটের বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য বিরোধী জোটের লোগো বা প্রতীক চূড়ান্ত করা হতে পারে। ইতিমধ্যেই জোটের প্রস্তাবিত প্রতীক সামনে এসেছে। জাতীয় পতাকার রঙের পাশাপাশি একটি প্রতীকে অশোক চক্রও রয়েছে। যদিও সেটাই চূড়ান্ত কিনা তা পরিষ্কার নয়।

Most Popular