HomeNationalMexican Mayor Married To Crocodile: বৃষ্টি,সমৃদ্ধির আশায় কুমিরকে বিয়ে!

Mexican Mayor Married To Crocodile: বৃষ্টি,সমৃদ্ধির আশায় কুমিরকে বিয়ে!

- Advertisement -

মহানগর ডেস্ক: মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ও আজব খবর আমাদের চমকে দেয়।কখনও খাবার, আবার কখনও অন্য কোনও বিষয় নিয়ে। এর আগে জানা গিয়েছিল ভারতের প্রত্যন্ত এলাকায় গাছকে বিয়ে করার ঘটনা। এ নিয়ে একটি বাংলা ছবিও হয়েছিল।

কিন্তু সৌভাগ্য,সমৃদ্ধির আশায় একটি মেয়ে কুমিরকে বিয়ে (Mexican Mayor Married To A Crocodile)করার ঘটনা সবাইয়ের চোখ ছানাবড়া হতে বাধ্য। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মেক্সিকোর চোনটাল ও হভ নামে প্রাচীন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শান্তিস্থাপনে দুশো তিরিশ বছরের রীতি মেনে মেক্সিকোর মেয়র একটি মেয়ে কুমিরকে বিয়ে করেছেন।

দুই সম্প্রদায়ের মধ্যে মিলনের প্রতীক হিসেবে এই কুমিরের গলায় মালা পরান মেয়র। এই বিয়ের অনুষ্ঠান দুই সম্প্রদায়ের সঙ্গে পৃথিবীর যোগসূত্র ও বৃষ্টির জন্য আশীর্বাদ প্রার্থনার উপলক্ষ্য বলে প্রাচীন বিশ্বাস।

 শুধু বৃষ্টি নয়, শস্য উৎপাদন ও সম্প্রীতির বার্তা দিয়ে থাকে এই অনুষ্ঠান। সান পেড্রো হউমেলুলার ক্রোনিকলার জেইম জারাটে জানান এই বিয়ে মা পৃথিবীর সঙ্গে দুই সম্প্রদায়ের যোগসূত্র তৈরি করে থাকে। প্রচণ্ড বৃষ্টি আর ভরন্ত শস্যের বীজের আশায় এই রীতি পালন করা হয়ে থাকে।

অনুষ্ঠানের আগে নাচের জন্য কুমিরকে স্থানীয় মানুষদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পাত্রীকে বিয়ের পোশাক পরানো হয় এবং তাকে নিরাপত্তার কারণে কাপড় ঢাকা দিয়ে রাখা হয়। টাউন হলে বিয়ের অনুষ্ঠানে একজন স্থানীয় জেলে ভালোমতো মাছ যাতে নদীতে পাওয়া যায় ও সমৃদ্ধির আশা প্রকাশ করে থাকে। নববিবাহিতা মেয়ে কুমিরের সঙ্গে মেয়রও নাচেন। উদ্দেশ্য সমৃদ্ধ নিয়ে আসা। স্ত্রী কুমিরের কপালে চুমু দিয়ে শেষ হয় বিয়ের অনুষ্ঠান।

Most Popular