HomeNationalMother Sold Her Baby: সংসারে সর্বগ্রাসী অভাব,নিজের আটমাসের শিশুকন্যাকে আটশো টাকায় বিক্রি...

Mother Sold Her Baby: সংসারে সর্বগ্রাসী অভাব,নিজের আটমাসের শিশুকন্যাকে আটশো টাকায় বিক্রি করলেন মা!

- Advertisement -

মহানগর ডেস্ক:অভাবের সংসারে  নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। বেঁচে থাকাই দুষ্কর। নিজের আট মাসের শিশুসন্তানকে পালন করার ক্ষমতা মায়ের নেই। তাই শিশুকন্যাকে আটশো টাকায় বিক্রি করে দিলেন মা (Mother Sold Her Baby For Money)। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ওড়িশার মুহুলিয়া গ্রামের খুন্তায় (Odisha)। করামি মুর্মু নামে শিশুকন্যার মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি তাঁর সন্তানকে পালন করতে পারছিলেন না। তাই নিজের শিশুকন্যাকে আটশো টাকায় বিক্রি করে দিয়েছেন।

সন্তান বিক্রি করার ঘটনা করামির স্বামী করামির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শিশুটি উদ্ধার করে প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, করামির স্বামী তামিলনাডুতে চাকরি করেন। সেখানেই তিনি থাকেন। দীর্ঘদিন ওড়িশায় আসেন না। তাদের দুটি মেয়ে রয়েছে। যাকে বিক্রি করা হয়েছে, তার বয়েস আট মাস। সম্প্রতি তামিলনাডু থেকে ওড়িশায় আসেন করামির স্বামী। বাড়ি ফিরে ছোট মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তারপর থানায় অভিযোগ দায়ের করেন।

শিশুর বাবা জানান তিনি জানেন না কেন তাঁর স্ত্রী তাঁর ছোট্ট মেয়েকে বিক্রি করেছে। তামিলনাডু থেকে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে তাকে দেখতে না পেয়ে থানায় অভিযোগ জানান। পুলিশি তদন্তে জানা যায় শিশুকন্যাটি ফুলমণি মারান্ডি নামে এক মহিলার সঙ্গে থাকতো। ফুলমণি কোনওভাবে জানতে পেরেছিল করামি তার দ্বিতীয় মেয়েকে বিক্রি করতে চায়। খবর পেয়ে ফুলমণি করামির সঙ্গে যোগাযোগ করে। ফুলমণি জানিয়েছে সে বাচ্চা মেয়েটিকে আটশো টাকায় কিনেছে।

নিঃসন্তান হওয়ায় বাচ্চামেয়েটিকে কিনে নেয় ফুলমণি। পুলিশ এই ঘটনায় ফুলমণিসহ চারজনকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া শিশুকন্যাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির উপস্থিতিতে তার ঠাকুমার হাতে তুলে দেয় পুলিশ। তবে এটাই প্রথম নয়, ২০২১ সালে ওড়িশার জাজপুর জেলায় ঋণ শোধের জন্য ৫০০০ টাকায় এক ব্যক্তি তার আড়াই মাসের শিশুকন্যাকে বিক্রি করেছিল। শিশুকন্যার ঠাকুমা তাঁর ছেলে ও আরও এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করায় ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

Most Popular