Home National গণেশ চতুর্থীতে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদীর

গণেশ চতুর্থীতে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদীর

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মঙ্গলবার গণেশ চতুর্থী উপলক্ষে ভারতবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথিত আছে, এই উৎসব সবার জীবনে সৌভাগ্য, সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। সিদ্ধিদাতা গণেশের জন্ম উপলক্ষে গণেশ চতুর্থী সারাদেশ জুড়েই পালিত হয়। নতুন কোন ব্যবসা হোক বা যে কোন কিছুর সূচনার আগে শুভ তিথি দেখে গণেশের পূজা করা হয়।

প্রতি বছর ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী তিথি গণেশ চতুর্থী হিসাবে সমগ্র দেশে অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত হয়। এর পরে, পরবর্তী ১০ দিন ধরে বাপ্পাকে যথাযথভাবে পূজা করা হয়। এই বছর ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর সঙ্গে শুরু হবে উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান গণেশের পুজো করলে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে। গণেশ চতুর্থীর উৎসবে সারা দেশ গা ভাসায়। ১৯ সেপ্টেম্বর এবার গণেশ চতুর্থী হলেও, বেশ কয়েকদিন আগে থাকতেই শুরু হয়ে গিয়েছে, গণেশ পূজোর মণ্ডপ উদ্বোধন। সব থেকে বড় করে গনেশ পূজা হয় মুম্বাইয়ে। তবে দেশের অন্যান্য রাজ্য গুলিও বাদ যায় না। সিদ্ধিদাতা গণেশের পূজোয় মেতে ওঠেন সকলেই। এবার দেশবাসীর উদ্দেশ্যে মঙ্গল কামনায় শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ এক্স হ্যান্ডেলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “দেশ জুড়ে আমার পরিবারের সদস্যদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ‘বিঘ্নহর্তা-বিনায়ক’-এর আরাধনার সঙ্গে যুক্ত এই পবিত্র উৎসবটি আপনাদের সকলের জীবনে সৌভাগ্য, সাফল্য এবং সমৃদ্ধি বয়ে আনুক। গণপতি বাপ্পা মৌরিয়া!”

 .

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved