HomeNationalপ্রধানমন্ত্রী পদে মোদী বিরোধী মুখ কে! ঘোষণা অশোক গেহলটের

প্রধানমন্ত্রী পদে মোদী বিরোধী মুখ কে! ঘোষণা অশোক গেহলটের

- Advertisement -

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কংগ্রেস দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী অর্থাৎ মোদী বিরোধী মুখ। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শনিবার একথা জানালেন। ২৬টি বিরোধী দলের ইন্ডিয়া (INDIA) জোট সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান যে, “২৬ দলের সমস্ত রাজনৈতিক নেতারা একমত হয়েই এই সিদ্ধান্তে সহমত। দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত হয়েছে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী মুখ করা হবে।”

প্রসঙ্গত, ইন্ডিয়া (INDIA) জোটে সামিল হলে প্রধানমন্ত্রীর পদের দাবি করবে না কংগ্রেস, বিজেপি বিরোধী বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সম্পূর্ণ উল্টো কথা বলে বসলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ২৬টি বিরোধী দলের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তাঁর দাবি।

আরও পড়ুন: Woman Walking Carrying IV Drip Bottle: শরীরে গোঁজা আইভি ড্রিপের পাইপ. সাংহাইয়ে কর্মব্যস্ত শহরে কাজে ব্যস্ত মহিলা!

অশোক গেহলটের দাবি, ২০১৪ সালে কংগ্রেসের কারণেই প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মোদীর কথা বলার ধরনের সমালোচনা করে বলেন যে গণতন্ত্রে ভবিষ্যত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। প্রবীন কংগ্রেস নেতা আরোও বলেন, “এই সিদ্ধান্ত জনগণের নেওয়া উচিত এবং প্রত্যেকেরই তাদের পছন্দকে সম্মান করা উচিত। প্রধানমন্ত্রী মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু জনগণ জানে তারা কী পেয়েছে।”

২০২৪ সালে এনডিএ ৫০ শতাংশ ভোটও পাবে না বলে দাবি করেন গেহলট। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী কখনও এই লক্ষ্য পূরণ করতে পারবে না। যখন মোদী জনপ্রিয়তার শীর্ষে ছিল, তখনই ৫০ শতাংশ ভোট পায়নি। ওঁর ভোটের হার ক্রমশ কমছে। ২০২৪ সালের নির্বাচনই ঠিক করবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে।” চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণ প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু এবং ইন্দিরা গান্ধীকে কৃতিত্ব দিয়ে বলেন, “চন্দ্রযান-৩-এর সাফল্যে নেহরুর অবদানও উল্লেখযোগ্য এবং বর্তমানের সাফল্যগুলি ইন্দিরা গান্ধী এবং নেহরুর কঠোর পরিশ্রমের ফল।” নেহরু বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের পরামর্শ শুনেছিলেন বলেই ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল, দাবি অশোক গেহলটের।

Most Popular