HomeNationalব্লক হয়েছে ১.৫ কোটি মানুষের রেশন কার্ড! আজই করিয়ে নিন E-KYC আপডেট

ব্লক হয়েছে ১.৫ কোটি মানুষের রেশন কার্ড! আজই করিয়ে নিন E-KYC আপডেট

- Advertisement -

মহানগর ডেস্ক: বাংলার রেশন গ্রাহকের সংখ্যা অনেকটাই কমেছে এক বছরের মধ্যে। কারণ,প্রায় দেড় কোটি রেশন কার্ড ব্লক করা হয়েছে এই এক বছরে।রাজ্যের খাদ্য দফতরের পরিসংখ্যানে এমনটাই জানানো হয়েছে।রাজ্য খাদ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায় মোট রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় ১০ কোটি ৪৫ লক্ষ ২০২১ সালের জুলাই মাসে।সেই লিস্ট কমে হয়েছে ৯ কোটি ১৩ লক্ষ, ২০২২-সালের অগাস্ট মাসে।

অর্থাৎ,রাজ্যের রেশন গ্রাহকের সংখ্যা কমেছে ১ কোটি ৩২ লক্ষ জুলাই, ২০২১ থেকে অগাস্ট, ২০২২ পর্যন্ত এই সময়ের মধ্যে।সূত্রের খবরে জানা গিয়েছে, মূলত রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যাই বেশি কমেছে। রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় সোয়া ৪ কোটি জুলাই, ২০২১-এ। খাদ্য দফতরের রিপোর্ট অনুযায়ী,১৩ অগাস্ট, ২০২২ পর্যন্ত পাওয়া খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যা এখন কমে নেমে এসেছে সোয়া ৩ কোটিতে (৩.১৬ কোটি)।

বাংলার রেশন গ্রাহকের সংখ্যা কীভাবে এক বছরের মধ্যে প্রায় ১.৫ কোটি কমে গেল? যে পদক্ষেপগুলি রেশন কার্ড ও খাদ্য বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নেওয়া হয়, তার জেরেই কমেছে গ্রাহকের সংখ্যা,এমনটাই জানা গিয়েছে রাজ্য খাদ্য দফতর সূত্রে।প্রায় ১ কোটি ৩২ লক্ষ রেশন কার্ড ব্লক করা হওয়ায় তালিকা থেকে ভর্তুকি খাতে বেড়েছে রাজ্যের সাশ্রয়ের পরিমাণ।রাজ্যজুড়ে এই এক বছরের মধ্যে খাদ্য দফতরের অভিযানে ভুয়ো, মৃত,অস্তিত্বহীন বা অবৈধ গ্রাহকদের রেশন কার্ডগুলি নিস্ক্রিয় করা হয়েছে।

খাদ্য দফতর সূত্রে জানানো হচ্ছে, স্বচ্ছতা আনতে রেশন ব্যবস্থায় এখনই কোনও গ্রাহকের রেশন কার্ড পুরোপুরি ব্লক করা করা হবে না,কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে।আপাতত সেগুলিকে ব্লক করা হচ্ছে।কার্ডগুলি ফের সক্রিয় করে দেওয়া হবে,কার্ডগুলির ই-কেওয়াইসি-র পর গ্রাহকের অস্তিত্ব প্রমাণ মিললে।তাই এবার থেকে সতর্ক থাকতে হবে রেশন ডিলারদেরও। ই-কেওয়াইসি ছাড়া গ্রাহকদের খাদ্য সামগ্রী দিলে,সেক্ষেত্রে হতে পারে কঠিন শাস্তি।

Most Popular