HomeNational১৭ দিন অন্ধকার সুড়ঙ্গে ঠিক কি কি করেছেন, PM Modi-কে বললেন শ্রমিকরা

১৭ দিন অন্ধকার সুড়ঙ্গে ঠিক কি কি করেছেন, PM Modi-কে বললেন শ্রমিকরা

- Advertisement -

মহানগর ডেস্ক: দীপাবলিতেই নেমে এসেছিল ঘন অন্ধকার। উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarakhand’s Silkyara tunnel) ধস নেমে ৪১ জন শ্রমিকের আটকে থাকা নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছিল। ১৭ দিন, ৪০০ ঘণ্টার বেশী সময় পর নিরাপদে তাঁদের উদ্ধার করা হয়েছে। এই উদ্ধারকাজ নিয়ে চিন্তায় ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। তাই উদ্ধার হওয়ার পর শ্রমিকরা একটু সুস্থ হতেই ৪১ জন শ্রমিকের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। অন্যদিকে শ্রমিকরাও প্রধানমন্ত্রীকে জানালেন তাঁরা এই ১৭ দিনে অন্ধকার সুড়ঙ্গের ভিতরে কি কি করেছেন।

উদ্ধার হওয়া ৪১ জনের মধ্যে একজন প্রধানমন্ত্রীকে বলেছেন, উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেল আটকে থাকার সময় তাঁরা সকালে হাঁটা এবং যোগব্যায়াম অনুশীলন করে ভিতরে তাঁদের মনোবল বজায় রেখেছিলেন। কর্মীরা তাদের প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন।  শ্রমিকদের ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী প্রথমেই সকলকে অভিনন্দন জানান। বলেন, “এত দিন বিপদে থাকার পর নিরাপদে বেরিয়ে আসার জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। এটা আমার জন্য আনন্দের বিষয় এবং আমি তা ভাষায় প্রকাশ করতে পারব না। যদি খারাপ কিছু  ঘটত তাহলে জানি না সেতা কিভাবে আমরা মেনে নিতাম। এটা ঈশ্বরের কৃপা যে আপনারা সবাই নিরাপদ আছেন।” প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত কথোপকথনের একটি ভিডিওে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী কর্মীদের বলেছিলেন, “১৭ দিন কম সময় নয়। আপনারা সবাই অনেক সাহস দেখিয়েছেন এবং একে অপরকে উত্সাহিত করেছেন।”

অন্য দিক থেকে শ্রমিকরা বলেন, শ্রমিকরাও বলেন, “আমরা ১৭ দিন বন্দি ছিলাম সুড়ঙ্গে, তবুও একা অনুভব হয়নি। কারণ আমরা ৪১ জন ছিলাম, অনেকেই ভিন রাজ্যের। সকলে ভাইয়ের মতো থাকতাম, খাবার ভাগ করে খেতাম। সুড়ঙ্গের ভিতরেই আমরা হাঁটাহাঁটি-যোগাসন করতাম। উত্তরাখণ্ড সরকার ও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকেও ধন্যবাদ। উনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতেই উনি আমাদের জড়িয়ে ধরেন। ভি কে সিং-ও ছিলেন ওনার সঙ্গে।” এই উদ্ধারকজের জন্য প্রধানমন্ত্রী  ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং-এরও প্রশংসা করে বলেছেন যে তিনি  সেনাদের প্রশিক্ষণ দেখিয়েছেন। তবে যাই হোক ৪১ জনকে অক্ষত উদ্ধারে স্বস্তি নেমে এসেছে।

Most Popular