HomeNationalচলতি মাসে দ্বিতীয় বার, জড়াল ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

চলতি মাসে দ্বিতীয় বার, জড়াল ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

- Advertisement -

মহানগর ডেস্ক:  গভীর রাতে দিল্লি এবং রাজধানী  সংলগ্ন এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়।  চিনের জিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত পরেই দিল্লিতে কম্পন অনুভূত হয় বলেই জানা গিয়েছে। এর জেরেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

গভীর রাতে কম্পন অনুভূত হয়। যদিও প্রাণহানির ঘটনার ঘটেনি। আফগানিস্তানে৬.১ মাত্রার ভূমিকম্পের পর ১১ জানুয়ারি দিল্লি এবং এনসিআরে সর্বশেষ মৃদু কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাবুলের ২৪১কিলোমিটার উত্তর-পূর্বে। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। এর আগে একটি বিশাল ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চিনের একটি দূরবর্তী এবং পাহাড়ী অংশে আঘাত হানে, যাতে ৪৭ জন লোক চাপা পড়ে। রাজ্যের সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, এলাকা থেকে  ২০০ জনেরও বেশি মানুষকে “জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে”।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে  ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টিতে সকাল ৬.১১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। বার বার দেশজুড়ে এই ভূমিকম্পে  যথেষ্ট চিন্তা বাড়ছে। কেন কেঁপে উঠেছে দেশ এটাই ভাবাচ্ছে ভূতত্ববিদদের। বিষয়টি যথেষ্ট চিন্তার বলেই জানানো হয়েছে।

Most Popular