HomeNationalঅ্যান্টনি আলবানিজ থেকে বাইডেন, রাষ্ট্র নেতাদের ভারতে স্বাগত জানানোর দায়িত্বে কারা

অ্যান্টনি আলবানিজ থেকে বাইডেন, রাষ্ট্র নেতাদের ভারতে স্বাগত জানানোর দায়িত্বে কারা

- Advertisement -

মহানগর ডেস্ক: সাজো সাজো রব রাজধানীতে।অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।একের পর এক রাষ্ট্রনেতা দিল্লিতে পা রাখবেন।ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে আমেরিকার প্রেসিডেন্ট,১৯ জন রাষ্ট্রনেতা তালিকায় রয়েছেন।ড্রোন থেকে শুরু করে নিরাপত্তার টানটান ব্যবস্থা থাকছে, সে কথা বলাই বাহুল্য।জি ২০-র সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা শুক্রবারই ভারতে আসবেন।

জো বাইডেন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পৌঁছবেন। কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।তিনি আইটিসি মৌর্য হোটেলে থাকবেন।তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন শুক্রবার।দুপুর ১ টা ৪০ মিনিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক পৌঁছবেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে তাঁকে স্বাগত জানাবেন।প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর।তিনি থাকবেন সাংরি লা হোটেলে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছবেন দুপুর সাড়ে ১২ টায়।কেন্দ্রীয় মন্ত্রী দর্শন জারদোষ তাঁকে স্বাগত জানাবেন।দুপুর ২ টো ১৫ মিনিটে জাপানের প্রধামন্ত্রী ফুমিও কিশিদা ভারতে পৌঁছবেন।স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী চৌবে।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ পৌঁছবেন।কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর উপস্থিত থাকবেন।দিল্লির ইম্পেরিয়াল হোটেলে তিনি থাকবেন।

৯ সেপ্টেম্বরে জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা আসছেন আসছেন বলে জানা গিয়েছে।চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ভারতের পৌঁছবেন।কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং তাঁকে স্বাগত জানাবেন।আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাত ৮ টায় আসছেন।বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রী নিত্যানন্দ রাই।

Most Popular