মহানগর ডেস্ক: সত্যিই সকল দিক থেকেই তিনি অমায়িক ব্যক্তিত্ব বহন করেন। তাই তো ১০ বছর হয়ে গেল তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশবাসী, আগামী লোকসভাতেও তিনিই প্রধানমন্ত্রী হিসেবে থাকুন সেটাই দেশবাসীও চায়। কিন্তু সবটাই তাঁদের ভোটের উপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আজ বারাণসীতে তাঁর রোডশোর সময়ে একটি অ্যাম্বুলেন্সকে পথ দিতে সংক্ষিপ্তভাবে দাঁড়িয়ে যায়।
নিরাপত্তা কর্মীদের সঙ্গে কনভয়টি প্রধানমন্ত্রীর গাড়িকে আটকে রেখে একটি ব্যারিকেডেড রাস্তার পাশে থামে যখন অ্যাম্বুলেন্সটি তার পাশ দিয়ে চলে যায়, ভাইরাল হয়েছে সেই ভিডিও। প্রধানমন্ত্রী মোদী তার সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসীতে দুদিনের সফরে রয়েছেন – যেখানে তিনি ৩৭ টি প্রকল্পের সূচনা করবেন। প্রায় ১৯,০০০ কোটি অঞ্চলের উন্নয়ন। তিনি কাশী তামিল সঙ্গম-এর দ্বিতীয় সংস্করণও চালু করবেন এবং কন্যাকুমারী এবং বারাণসীর মধ্যে একটি নতুন ট্রেনের পতাকা উন্মোচন করবেন৷ ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার প্রধানমন্ত্রী এই প্রথম নয়, অ্যাম্বুলেন্সের জন্য তাঁর কনভয় থামিয়েছেন৷
গত বছর আহমেদাবাদ এবং হিমাচল প্রদেশের কাংড়াতেও একই ধরনের ঘটনা ঘটেছে। ২০১৯ সালে একটি ইভেন্টে, প্রধানমন্ত্রীকে কভার করা একজন ক্যামেরাম্যান অজ্ঞান হয়ে যাওয়ার পরে মোদী তাঁর বক্তৃতা মাঝপথে থামিয়ে দিয়েছিলেন এবং এটি একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন।