HomeNationalAyodhya Ram Mandir: রামলালার পুণ্য স্নান, দেখে নিন প্রাণ প্রতিষ্ঠার আচারগুলি

Ayodhya Ram Mandir: রামলালার পুণ্য স্নান, দেখে নিন প্রাণ প্রতিষ্ঠার আচারগুলি

- Advertisement -

মহানগর ডেস্ক: রাম মন্দির উদ্বোধন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান শুরু হয়েছে মকর সংক্রান্তির পরের দিন থেকেই। তবে মূল অনুষ্ঠান হবে আজ। সকাল থেকেই শুরু হয়েছে সমস্ত প্রক্রিয়া। রাম জন্মভূমি ট্রাস্টের তরফে শেয়ার করা হয়েছে রাম লালার পুণ্য-স্নানের ছবি। দেখে নিন সেই ছবি…

রাম জন্মভূমি ট্রাস্টের তরফে ভাগ করে নেওয়া হয়েছে সেই প্রাণ প্রতিষ্ঠার আচারের ছবি। দেখা গিয়েছে, রাম লালার মূর্তিতে সাদা ফুল ও তুলসীর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। কাঁসার পাত্রের উপর রাখা রাম লালার মূর্তি। ফুলের মালায় এবং সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে মূর্তি।

পবিত্র অনুষ্ঠানের জন্য দেশের নানা প্রান্ত থেকে আনা হয়েছে ঘড়া করে জল।

দুপুর সাড়ে ১২টায় অযোধ্যা মন্দিরে শ্রী রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠিত হবে। উত্তর প্রদেশের লক্ষ্ণৌ ভগবান রামের পোস্টার এবং পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে । সারা দেশের শহরগুলি আলো, ভগবান রামের বিশাল কাটআউট এবং ভগবান রামের সাথে সম্পর্কিত ধর্মীয় স্লোগান সম্বলিত পোস্টার দিয়ে সজ্জিত করা হয়েছে।

Glimpses from the puja rituals at Ayodhya Ram Temple (Photo credit: VHP)

Most Popular